পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদালতের নির্দেশ

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি প্রদর্শনের মামলায় অভিনেত্রী পরী মণির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার অনুপস্থিতির কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সময় আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে।
পরী মণির পক্ষে থাকা আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার শুনানিতে পরী মণি উপস্থিত থাকতে না পারায় আদালত সময় আবেদন গ্রহণ করেননি।
মামলাটি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ২০২১ সালে দায়ের করেন। অভিযোগে বলা হয়, একটি পার্টিতে মারধর, ভাঙচুর এবং হুমকি প্রদানের ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছিল। তদন্ত শেষে চার্জশিট জমা দিলে আদালত চার্জগঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু করেন।
এ ঘটনায় পরী মণির আইনজীবী বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তবে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্তের ফলে মামলাটি নতুন মোড় নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, পরী মণি দেশের বিনোদন জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী। এই মামলা ও এর প্রেক্ষিতে আদালতের নির্দেশনা নিয়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
জাগতিক /এআর
মন্তব্য করুন