‘ফ্যামিলি ফিউড’ নিয়ে আসছেন তাহসান
বিশ্বজুড়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ফ্যামিলি ফিউড’ এবার আসছে বাংলাদেশে। অনুষ্ঠানটি প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গো-তে। তবে এর আগে ২৭ জানুয়ারি এটি প্রথম প্রচারিত হবে একটি টেলিভিশন চ্যানেলে। এই শো-এর উপস্থাপনায় থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
গতকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এই অনুষ্ঠানের বাংলাদেশি সংস্করণের ঘোষণা দেওয়া হয়।
উপস্থাপক হিসেবে নিজের অনুভূতি জানিয়ে তাহসান খান বলেন, ”‘ফ্যামিলি ফিউড’ ৭৫টিরও বেশি দেশে দর্শকদের মন জয় করেছে। এবার এটি বাংলাদেশে আসছে। এমন একটি আন্তর্জাতিক শো প্রথমবার সঞ্চালনার সুযোগ পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এই শো আমাদের সংস্কৃতির সঙ্গে দারুণভাবে মিলে যায়, কারণ এটি পারিবারিক সম্পর্ক ও বন্ধনের গুরুত্ব তুলে ধরে।”
তিনি আরও বলেন, “আমি মনে করি, এমন অনুষ্ঠান সমাজে ইতিবাচক ও সুন্দর পরিবেশ তৈরি করতে পারে। পুরো শুটিংয়ের সময় অংশগ্রহণকারী পরিবারের সঙ্গে মজার ও আনন্দঘন সময় কাটিয়েছি। শোটি নিয়ে কাজ করতে দারুণ লেগেছে এবং এর প্রচারের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
অনুষ্ঠানের বিশেষ পর্বে অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস-সহ আরও বেশ কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্ব অংশ নেবেন।
মন্তব্য করুন