logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শাবনূরের নতুন শুরু: থ্রিলার সিনেমা ‘রঙ্গনা’ দিয়ে ফিরছেন পর্দায়

অনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ১৫:১১
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার সোনালি দিনের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন। রোমান্টিক ঘরানার অসংখ্য সিনেমায় দর্শকের হৃদয় জয় করা এই নায়িকা নতুন এক রূপে হাজির হতে যাচ্ছেন। শোনা যাচ্ছে, ‘রঙ্গনা’ নামের একটি থ্রিলার সিনেমার মাধ্যমে বড় পর্দায় তাঁর প্রত্যাবর্তন ঘটবে। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের পরিচালনায় এই সিনেমার কাজ শুরু হবে নতুন বছরে। এটি হবে আরাফাতের পরিচালনায় প্রথম চলচ্চিত্র।

‘রঙ্গনা’ একটি নারী কেন্দ্রিক গল্প, যেখানে শাবনূর চরিত্রটিকে কেন্দ্র করে পুরো কাহিনি এগিয়ে যাবে। নির্মাতা আরাফাত জানিয়েছেন, এটি সাধারণ কোনো রোমান্টিক সিনেমা নয়। গল্পে থাকবে চমক এবং ভিন্নতা। তিনি বলেন, "শাবনূরকে ঘিরে সিনেমার গল্প লেখা হয়েছে। তিনি অসংখ্য রোমান্টিক সিনেমায় কাজ করেছেন, কিন্তু এই চরিত্রটি একেবারেই আলাদা। দর্শকরা তাঁকে ভিন্নধর্মী এক রূপে দেখতে পাবেন।
ল‘রঙ্গনা’ সিনেমায় শাবনূরের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো প্রকাশ করেননি নির্মাতা। তবে এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

নির্মাণ পরিকল্পনা নতুন বছরের শুরুতেই সিনেমার শুটিং শুরু হবে। একটানা কাজ করে এর চিত্রায়ণ শেষ করার পরিকল্পনা করেছেন নির্মাতা। সিনেমাটি মুক্তির সময় নিয়ে এখনো কোনো ঘোষণা না এলেও এটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা দেখা দিয়েছে।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে থাকলেও শাবনূরের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। দর্শকরা এখনো তাঁকে পর্দায় দেখতে চান। তাঁর নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা। শাবনূরও জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর সিনেমায় ফেরা তাঁর জন্য বিশেষ কিছু। দর্শকদের ভালোবাসাই তাঁকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।
‘রঙ্গনা’ সিনেমাটি শাবনূরের ক্যারিয়ারে একটি মাইলফলক হতে পারে। সিনেমাটি কেমন হবে, তা নিয়ে আগ্রহী দর্শকরা অপেক্ষায় রয়েছেন। এবার দেখার পালা, ভিন্নধর্মী এই সিনেমা দিয়ে শাবনূর কীভাবে আবারও দর্শকদের মুগ্ধ করেন।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়