logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রয়াত সংগীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল: স্মরণে কিংবদন্তির সঙ্গীত যাত্রা

অনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ১৪:৫৫
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সংগীত জগতের এক মহানায়ক, সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আজ থেকে ছয় বছর আগে আমাদের ছেড়ে চলে যান। ২০১৯ সালের আজকের এই দিনে, ২২ জানুয়ারি, ৬৩ বছর বয়সে তিনি মারা যান। তাঁর প্রয়াণ দেশের সংগীত জগতে এক অদম্য শূন্যতা সৃষ্টি করেছে। বুলবুলের সৃষ্টিশীল অবদান এবং তাঁর কালজয়ী গানের জন্য তিনি চিরকাল শ্রোতাদের হৃদয়ে জীবিত থাকবেন।

১৯৫৭ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করা আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধ শেষে, তিনি সংগীতের দিকে মনোযোগ দেন এবং দেশের গান তৈরিতে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন।
তিনি প্রায় দেড় দশক দেশের গান তৈরিতে কাজ করেন এবং তিনশরও বেশি গানের সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক হিসেবে কাজ করেন। তাঁর সৃষ্টিতে উঠে এসেছে দেশ, মাটি, ও মানুষের কথা, যা তাঁকে সংগীত জগতের এক অনন্য স্থান দান করেছে।

১৯৭৮ সালে 'মেঘ বিজলি বাদল' সিনেমায় সংগীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন বুলবুল। এরপর তিনি 'নয়নের আলো', 'দেশপ্রেমিক', 'প্রেমের তাজমহল', 'আম্মাজান' এবং 'ইতিহাস'সহ বহু চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন।
তিনি সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, খালিদ হাসান মিলু, সামিনা চৌধুরী ও কনকচাঁপাসহ দেশের শীর্ষ সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করেন। তাঁর সুরে সাঁজানো গানের মধ্যে ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘সেই রেললাইনের ধারে’, ‘ও মাঝি নাও ছাইড়া দে’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ বিশেষভাবে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
গান এবং সুরের পাশাপাশি, আহমেদ ইমতিয়াজ বুলবুল অভিনয়েও একটি স্থান করে নিয়েছিলেন। তিনি এ কিউ খোকন পরিচালিত ‘গুরু ভাই’ সিনেমায় অভিনয় করেন, যেখানে তিনি নাম ভূমিকায় অভিনয় করেন।

তাঁর সংগীত জীবনের জন্য বুলবুলকে একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কারসহ অনেক সম্মাননা প্রদান করা হয়। তাঁর অবদান বাংলাদেশের সংগীত জগতের ইতিহাসে চিরকাল অমলিন থাকবে।

অসাধারণ সুরকার, সংগীত পরিচালক, গীতিকার এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে এক বিশাল স্থান অধিকার করেন। তার সৃষ্টি হওয়া গানগুলোর সুরের মাধুর্য এবং শব্দের আবেদন যুগ যুগ ধরে শ্রোতাদের মনে তাজা থাকবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
মানুষের বিয়ে দেখার জন্যই পৃথিবীতে বেঁচে আছি : তাসরিফ
বাউল সংগীত ও কাওয়ালির ওপর হামলা বরদাশত করা হবে না: সংস্কৃতি উপদেষ্টা
বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহকে পুলিশে দিল ছাত্র-জনতা
বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে লাঞ্ছিত করা নিয়ে সোহেল তাজের ফেসবুক পোস্ট