logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বরফের ওপরে ডিগবাজি দিয়ে নায়িকার মন জয় করলেন জায়েদ খান

অনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ১৩:৫৭
ছবি: সংগৃহীত

ঢালিউডের চিত্রনায়ক জায়েদ খান অভিনয়ের চেয়ে ব্যক্তিগত নানা কর্মকাণ্ড এবং ডিগবাজির জন্যই বেশি আলোচনায় থাকেন। এবার যুক্তরাষ্ট্রে বরফের ওপর ডিগবাজি দিয়ে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেতা। নায়িকা অর্চিতা স্পর্শিয়ার অনুরোধে এই ডিগবাজি দেন তিনি।
মঙ্গলবার (২১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে জায়েদ খান জানান, নায়িকার আবদার রাখতে গিয়ে প্রথমবার বরফের ওপর ডিগবাজি দিয়েছেন তিনি। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের উপর ডিগবাজি দিতে হলো। শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজি দিয়ে ফেললো।”

জানা গেছে, একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকাই শোবিজের একঝাঁক তারকা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাদের মধ্যে আছেন চিত্রনায়ক ইমন, অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, ছোট পর্দার তারকা সাফা কবির, জিয়াউল হক পলাশ এবং লামিমা লাম। ডিগবাজির সময় উপস্থাপিকা নীল হুরের জাহানও তার পাশে ছিলেন।

জায়েদ খানের ডিগবাজি তার সিগনেচার স্টাইলে পরিণত হয়েছে। এর আগেও বিভিন্ন প্রচারণায় এবং অনুষ্ঠানে ডিগবাজি দিতে দেখা গেছে তাকে। গত বছর দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে আঘাত পেয়েছিলেন তিনি। তবে সুস্থ হয়ে আবারও ফিরেছেন তার সিগনেচার স্টাইলে।

জায়েদের বরফের ওপর ডিগবাজি করা ভিডিও ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। অনেকে এই বিষয়টিকে মজার ছলে দেখছেন, আবার কেউ কেউ তার সাহসিকতার প্রশংসা করেছেন।
জায়েদ খান তার অনন্য কর্মকাণ্ড দিয়ে বারবার শোবিজে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। তার এই ডিগবাজি যেন প্রতিবারই ভক্তদের চমক দিয়ে যায়।

জাগতিক /আইএস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়