logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

৮৩ কোটি রুপিতে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন অমিতাভ বচ্চন

অনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৫, ১৩:১৭
ছবি: সংগৃহীত

বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন মুম্বাইয়ের ওশিওয়ারায় অবস্থিত তার প্রাসাদোপম ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি বিক্রি করে দিয়েছেন। চলতি মাসে তিনি এটি বিক্রি করেছেন ৮৩ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১৬ কোটি ৪১ লাখ টাকা)।
অমিতাভ বচ্চনের এই অ্যাপার্টমেন্টটি ছিল ওশিওয়ারার ক্রিস্টাল গ্রুপের আবাসিক প্রকল্প 'দ্য আটলান্টিস' এ, যার আয়তন ১.৫৫ একর। এই প্রাসাদের কার্পেট এরিয়া ছিল ৫ হাজার ১৮৫.৬২ বর্গফুট এবং এতে ছিল ৪৪৫.৯৩ বর্গমিটার প্রশস্ত টেরেস ও ৬টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা।

অমিতাভ বচ্চন ২০২১ সালের এপ্রিলে ৩১ কোটি রুপিতে এই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন। এর কয়েক বছর পর, বর্তমানে ৮৩ কোটি রুপিতে বিক্রি করেছেন এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি।

এদিকে, অমিতাভ বচ্চনের অভিনীত সর্বশেষ সিনেমা 'ভেট্টিয়ান' ২০২৩ সালের ১০ অক্টোবর বিশ্বব্যাপী ৬ হাজার পর্দায় মুক্তি পায়। তবে বক্স অফিসে সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, এবং সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়