logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিশ্বজুড়ে আলোড়ন তুলে ১ বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছাল ‘মোয়ানা ২’

অনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৫, ১১:৩৫
ছবি: সংগৃহীত

ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ‘মোয়ানা ২’ বক্স অফিসে ঝড় তুলে ১.০৯ বিলিয়ন ডলারের আয় করে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছে। মুক্তির পর থেকেই সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের হৃদয় জয় করে চলেছে।

‘মোয়ানা ২’ যুক্তরাষ্ট্রে আয় করেছে ৪৪৫ মিলিয়ন ডলার, আর আন্তর্জাতিকভাবে আয় করেছে ৫৬৭ মিলিয়ন ডলার। বিশ্বব্যাপী মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১.০৯ বিলিয়ন ডলার। সিনেমাটির এই সাফল্য ডিজনির জন্য ২০২৪ সালে তৃতীয় বিলিয়ন ডলার উপার্জনকারী চলচ্চিত্রের মর্যাদা এনে দিয়েছে।
এর আগে ২০২৪ সালে ডিজনির আরও দুটি সিনেমা, ‘ইনসাইড আউট ২’ এবং ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করেছিল। এবার ‘মোয়ানা ২’ সেই তালিকায় যুক্ত হয়ে ডিজনির জন্য আরেকটি সাফল্যের অধ্যায় রচনা করল।

ডিজনি ছাড়া অন্য কোনো প্রযোজনা প্রতিষ্ঠান এমন সাফল্য অর্জন করতে পারেনি। তবে ইউনিভার্সালের ‘ডেসপিকেবল মি ৪’ ৯৬৯ মিলিয়ন ডলার আয় করে ডিজনির কাছাকাছি আসতে পেরেছে।

২০১৯ সালের ২৮ নভেম্বর থ্যাংকসগিভিংয়ের ৫ দিনের ছুটিতে ‘মোয়ানা ২’ মুক্তি পায়। প্রথম পাঁচ দিনে ২২৫ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে। মুক্তির পর থেকে সিনেমাটি ধারাবাহিকভাবে বক্স অফিসে সাফল্য ধরে রেখেছে।

‘মোয়ানা ২’-এর এমন বিশাল সাফল্যের পর ডিজনি দ্রুতই ‘মোয়ানা ৩’ আনার পরিকল্পনা করছে বলে ভ্যারাইটি জানিয়েছে। ভক্তরা নতুন কিস্তির জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছেন।

ডিজনির জন্য ২০২৪ সাল একটি উল্লেখযোগ্য বছর হিসেবে চিহ্নিত হয়েছে। বছরের তিনটি সুপারহিট সিনেমার মধ্যে ‘মোয়ানা ২’ একটি, যা প্রযোজনা প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা ও আর্থিক সাফল্যকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
‘মোয়ানা ২’ যে সাফল্য অর্জন করেছে, তা কেবল ডিজনির ইতিহাসেই নয়, বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসেও একটি মাইলফলক হয়ে থাকবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়