logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অকালেই চলে গেলেন অভিনেতা যোগেশ মহাজন, বলিউড ও মারাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া

অনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি ২০২৫, ১১:১৬
ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই ভারতীয় শোবিজ ইন্ডাস্ট্রিতে একের পর এক দুঃসংবাদ আসছে। এবার হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন হিন্দি ও মারাঠি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা যোগেশ মহাজন। রোববার (১৯ জানুয়ারি) রাতে এই অভিনেতার মৃত্যু হয়।

জানা গেছে, ১৮ জানুয়ারি একটি সিরিয়ালের শুটিং চলাকালীন অসুস্থতা অনুভব করেন যোগেশ। শুটিং ফ্লোরের কাছের একটি ফ্ল্যাটে বিশ্রামের জন্য চলে যান। পরদিন রোববার তার শুটিং করার কথা থাকলেও নির্ধারিত সময়ে ফ্লোরে উপস্থিত না হওয়ায় সহকর্মীরা তার খোঁজ নিতে শুরু করেন।
পরে ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে আছেন যোগেশ। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

যোগেশ মহাজন অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন মারাঠি থিয়েটার থেকে। পরে মারাঠি টেলিভিশনে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর হিন্দি টেলিভিশনের দিকে যাত্রা শুরু হয় তার।
‘শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকহৃদয়ে বিশেষ স্থান করে নেন। এছাড়াও ‘আদালত’, ‘জয় শ্রীকৃষ্ণ’, ‘দেব কি দেব মহাদেব’, ‘সম্রাট অশোক’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা ও ক্যারিশমা দর্শকদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

যোগেশ মহাজনের অকাল মৃত্যুতে বলিউড ও মারাঠি ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।
একজন সহকর্মী জানান, "যোগেশ ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং বন্ধুসুলভ একজন মানুষ। তার এই হঠাৎ চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। তিনি তার কাজ এবং ব্যক্তিত্ব দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন।

২০২৫ সালের শুরুতেই ভারতীয় শোবিজ একের পর এক তারকা হারাচ্ছে। বছরের প্রথম দিনেই প্রয়াত হন টালিউডের পরিচালক অরুণ রায়। এরপর সুদীপ পাণ্ডে, টেলি অভিনেতা আমন জয়সওয়ালের মৃত্যুর খবর আসে। এবার যোগেশ মহাজনের অকাল প্রয়াণ আরও এক দুঃসংবাদ হয়ে এসেছে।
যোগেশ মহাজনের হঠাৎ মৃত্যু তার পরিবার, বন্ধু ও ভক্তদের জন্য অপূরণীয় ক্ষতি। তার অবদান ও স্মৃতি চিরকাল দর্শকদের মনে থাকবে।

জাগতিক/ এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়