logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন তমালিকা কর্মকার, ফেসবুকে জানালেন সুখবর

অনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৫, ১৭:০৫
ছবি: সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার বিয়ে করেছেন। এই সুখবরটি তিনি নিজেই জানিয়েছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। স্বামী প্রভীনের সঙ্গে একটি ছবি শেয়ার করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তমালিকা তার পোস্টে স্বামী প্রভীনের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’। পোস্টের সঙ্গে একটি ভালোবাসার ইমোজি যোগ করে তিনি জানান, তাদের দাম্পত্য জীবন ভালোবাসায় পরিপূর্ণ।

তমালিকার পোস্টের পর বিনোদন অঙ্গনের অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নাট্যকার মাসুম রেজা, সংগীতশিল্পী আঁখি আলমগীর, অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হকসহ আরও অনেকে। তমালিকা সবার শুভকামনার উত্তর দিয়েছেন আন্তরিকভাবে।

জানা গেছে, তমালিকা ও প্রভীনের বিয়ে অনেক আগে হয়েছে। তবে এ বিষয়ে তারা কখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তমালিকার ঘনিষ্ঠজনেরা অবশ্য এই খবর জানতেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

তমালিকা কর্মকার বাংলাদেশের নাটক ও সিনেমা জগতে একসময় ছিলেন অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না তিনি।

তমালিকার বিয়ের খবর তার ভক্ত ও অনুরাগীদের মধ্যে আনন্দের ঢেউ তুলেছে। তারা তমালিকার পোস্টে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা প্রকাশ করছেন।
তমালিকার এই সুখবর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য নিঃসন্দেহে এক দারুণ চমক। নতুন জীবনে তিনি ভালো থাকুন—এমনটাই কামনা সবার।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়