logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জয়া আহসান, প্রীতম হাসান ও এলিটা করিম: রহস্যময় প্রজেক্ট নিয়ে আলোচনায় ত্রিরত্ন

অনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৫, ১৩:৩৪
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিনোদন জগতে নতুন চমকের আভাস দিচ্ছেন জয়া আহসান, প্রীতম হাসান ও এলিটা করিম। এক ফ্রেমে দেখা গিয়েছে এই তিন গুণী শিল্পীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া তাদের ছবি এবং পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা।

প্রীতম হাসান রবিবার (১৯ জানুয়ারি) একটি ছবি পোস্ট করেন। সেখানে তার সঙ্গে ছিলেন জয়া আহসান ও এলিটা করিম। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই মাসের শেষের দিকে আসতে যাচ্ছে নতুন গান। সামনের কয়েকটি দিন এলিটা করিম ও জয়া আহসানের সঙ্গে খুব রোমাঞ্চকর সময় কাটবে।’
প্রীতমের এই পোস্টের ঠিক একদিন পর, সোমবার (২০ জানুয়ারি), একই ছবি শেয়ার করেন জয়া আহসান। তিনি লেখেন, ‘খুবই রোমাঞ্চ অনুভব করছি প্রীতম ও এলিটার সঙ্গে কাজ করতে। আশা করি দ্রুতই একটি চমকপ্রদ সিনেমা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, যেটি পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।’
এই পোস্টের পর থেকেই প্রশ্ন উঠেছে, এটি কি গান? নাকি মিউজিক ভিডিও? কিংবা নতুন কোনো সিনেমার ঘোষণা?

জয়া তার পোস্টে উল্লেখ করেছেন, প্রজেক্টটি পরিচালনা করছেন সাদিয়া ইসলাম রোজা। রোজার নাম আসার পর থেকে সিনেমার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। রোজা তার সৃজনশীল কাজের জন্য পরিচিত। তার পরিচালনায় জয়া, প্রীতম এবং এলিটার উপস্থিতি দর্শকদের কাছে নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করা যায়।

জয়া আহসান: বাংলাদেশের শীর্ষ অভিনেত্রীদের একজন। তার অভিনয় দক্ষতা আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত।
প্রীতম হাসান: তরুণ প্রজন্মের মেধাবী সংগীতশিল্পী ও অভিনেতা। তার সৃজনশীল গান এবং অভিনয় আগেও ভক্তদের মুগ্ধ করেছে।
এলিটা করিম: স্বনামধন্য সংগীতশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব। তার গান সবসময়ই ভিন্নতার ছাপ রাখে।

এখনও পর্যন্ত প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। শিল্পীরা এটি রহস্য হিসেবেই রাখতে চান। তবে তাদের পোস্টের ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকে মন্তব্য করছেন, ‘এই ত্রিরত্ন মিলে যা তৈরি করবে, তা অবশ্যই চমকপ্রদ কিছু হবে।’
দর্শকদের অপেক্ষা
ত্রিমুখী এই কোলাবরেশনের প্রকৃতি নিয়ে জল্পনার অবসান ঘটাতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। মাসের শেষে কী চমক আসছে, তা জানার জন্য মুখিয়ে আছেন সবাই।

এখন দেখার বিষয়, এই তিন প্রতিভাবান শিল্পীর সম্মিলনে কীভাবে বাংলাদেশের বিনোদনজগতে নতুন আলোড়ন সৃষ্টি হয়।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়