logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

লিপস্টিক বিতর্কে তনির জবাব

অনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৫, ১২:২৯
ছবি: সংগৃহীত

আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন গত ১৫ জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি টানা ১০১ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিরবিদায় নেন। স্বামীর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন অনেকেই। তবে সমবেদনার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েন তনি।

সমালোচনার কারণ ছিল তনির একটি ছবি। হাসপাতালের আইসিইউতে তোলা ওই ছবিতে দেখা যায়, স্বামীর পাশে দাঁড়িয়ে থাকা তনির ঠোঁটে গাঢ় লিপস্টিক। এই ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই তার মানসিক অবস্থা ও শোক প্রকাশের ধরন নিয়ে প্রশ্ন তুলেন।

শনিবার রাতে তনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, "এই ছবিটা পোস্ট করে যারা আমাকে নিয়ে সমালোচনা করেছেন, তাদের উদ্দেশে জানতে চাই—কীভাবে একজন শোকাহত মানুষকে তার মনের মতো করে শোক প্রকাশ করতে দেওয়া যায় না?"
তনি আরও লেখেন, "স্বামীকে বাঁচানোর জন্য আমি ১০১ দিন লড়াই করেছি। সব চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। আমি শোকাহত, বিধ্বস্ত। কিন্তু আমার মানসিক শক্তি আমাকে ভেঙে পড়তে দেয়নি। যে লিপস্টিক আমার আত্মবিশ্বাসের প্রতীক, সেটাই আমি ব্যবহার করেছি, যেন তার সামনে নিজেকে দুর্বল না দেখাই।"

তনি স্ট্যাটাসে আরও জানান, স্বামী শাহাদাৎ সবসময় তাকে মানসিকভাবে শক্ত থাকতে বলতেন। তিনি লিখেছেন, "শাহাদাৎ আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল। তার সামনে কখনও নিজেকে দুর্বল হতে দিইনি। আমার আত্মবিশ্বাসই ছিল তার আশার আলো।"
তনি বলেন, "একটি ছবি দেখে এত অশালীন মন্তব্য করতে পারে মানুষ, তা ভাবতেই অবাক লাগে। একজন মানুষের শোক কেমন হবে বা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কী হবে, সেটা কারও বিচার করার অধিকার নেই।

তনি তার স্ট্যাটাসের শেষে সবাইকে অনুরোধ করেন, "সমালোচনার আগে একজন মানুষের পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। জীবন অনেক কঠিন। এমন আচরণ কারও শোকের ভার আরও বাড়িয়ে দেয়।"
তনির এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই তার অবস্থানকে সমর্থন জানিয়েছেন এবং সমালোচকদের কড়া সমালোচনা করেছেন। তারা বলেছেন, শোকপ্রকাশের ধরন সবার কাছে ভিন্ন হতে পারে। একে নিয়ে কটাক্ষ করা অনুচিত।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়