জয় আমার দুলাভাই গুঞ্জনের জবাবে, পরীমনি:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি বরাবরই নিজের ব্যক্তিজীবন ও পেশাগত কাজের জন্য আলোচনায় থাকেন। প্রেম, বিয়ে ও বিচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে তার জীবন ঘিরে ভক্তদের আগ্রহের কমতি নেই।
সম্প্রতি অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে তাকে একাধিক সিনেমার প্রচারণা ও বিভিন্ন আয়োজনে দেখা গেছে। এই বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে নানা গুঞ্জন ছড়াতে শুরু করে। বিষয়টি নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হন পরীমণি।
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, “বাংলাদেশ থেকে কলকাতা— যেখানে আপনি, সেখানেই জয় চৌধুরী। বিষয়টি কীভাবে দেখছেন?”
জবাবে হেসে ওঠেন পরীমণি। তিনি বলেন, “জয় আমার বান্ধবীর স্বামী। ওর স্ত্রী আমার বন্ধু, বোনের মতো। জয় আমার দুলাভাই— আপনাদের ভাষায় জামাইবাবু।”
তিনি স্পষ্ট করেন, জয় চৌধুরীর সঙ্গে তার সম্পর্ক কেবল বন্ধুত্বপূর্ণ এবং তিনি চান না এই নিয়ে কোনো ভুল ধারণা তৈরি হোক। তিনি মজা করে বলেন, “কলকাতায় গিয়ে এই গুঞ্জন যেন আর না ছড়ায়। সাংবাদিকদের বড় ভয় লাগে।
প্রেমের প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, “আমার প্রেম হলে দেখি অনেকের মন ভেঙে যায়। তাই সবার জন্য সুখবর— আমি কারও নই। তোমরা সবাই খুশি থাকো।
পরীমণির এই মন্তব্যে বোঝা যায়, তিনি তার ব্যক্তিজীবন নিয়ে কোনো ধরনের ভুল ধারণা বা গুঞ্জন ছড়াতে চান না। বরং মজার ছলে তিনি বিষয়গুলো উপস্থাপন করে স্বস্তি প্রকাশ করেছেন।
জাগতিক /আ-রহমান।
মন্তব্য করুন