বাসায় হামলার শিকার সাইফ আলি খান, হাসপাতালে ভর্তি
বলিউড অভিনেতা সাইফ আলি খান বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাসায় ছুরিকাঘাতের শিকার হন। আহত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুম্বাই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এক অজ্ঞাত ব্যক্তি সাইফ আলি খানের বাসায় প্রবেশ করে হামলা চালায়। এর ফলে সাইফ আহত হন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। মুম্বাই পুলিশের উপ-কমিশনার দীক্ষিত গেদাম জানান, "এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।"
লীলাবতী হাসপাতালের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা ডা. নিরাজ উত্তমানি নিশ্চিত করেছেন যে সাইফের শরীরে ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে দুটি আঘাত গুরুতর। একটি আঘাত মেরুদণ্ডের কাছে এবং অন্যটি গলায়, যা এখনো পর্যবেক্ষণাধীন। সাইফকে হাসপাতালে নিয়ে আসেন তার পুত্র ইব্রাহিম আলি খান এবং এক কর্মচারী।
সাইফের টিম থেকে জানানো হয়েছে, "মি. সাইফ আলি খানের বাসায় চুরির উদ্দেশ্যে একটি হামলা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং অস্ত্রোপচার চলছে। এটি পুলিশি তদন্তাধীন বিষয়, পরবর্তী আপডেট সময়মতো জানানো হবে।"
ভক্ত ও গণমাধ্যমকে এই বিষয়ে ধৈর্য ধরার অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন