পরীমনির বিগ বসে অংশ নেওয়ার গুঞ্জন

বাংলাদেশের চলচ্চিত্রের আলোচিত তারকা পরীমনিকে নিয়ে গুঞ্জন উঠেছে যে তিনি ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিতে পারেন। সম্প্রতি, পরীমনি নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যেখানে তিনি মজা করে লিখেছেন, “বিগবসে যায় গা নাকি?”। তার এই মন্তব্যকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত-অনুরাগীরা ধারণা করছেন, তিনি হয়তো বিগ বসে যোগ দিতে যাচ্ছেন।
পোস্টটির কমেন্ট সেকশনে দেখা গেছে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া মজার ছলে লিখেছেন, “আমি তোমাকে সঙ্গ দেব, গ্যাং বানিয়ে সবাই কানের পোকা বের করে ফেলবে।” যদিও এই গুঞ্জনের সত্যতা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
পরীমনি বর্তমানে বলিউড অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন। তাকে শিগগিরই ভারতের চলচ্চিত্র 'ফেলুবক্সী'-তে দেখা যাবে। একই সঙ্গে তার প্রথম ওয়েব সিরিজ “রঙ্গিলা কিতাব” আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে। এসব প্রকল্প নিয়ে ব্যস্ত থাকায় বিগ বসে তার অংশগ্রহণ নিশ্চিত নয় বলে মনে করছেন অনেকে।
পরীমনি ঢালিউডে তার অভিনীত ‘বিশ্বসুন্দরী,’ ‘গুণীন,’ ‘মা,’ এবং ‘স্বপ্নজাল’ সিনেমাগুলোর মাধ্যমে দারুণ পরিচিতি অর্জন করেছেন। তার কৃতিত্ব এবং ব্যক্তিত্বের কারণে তিনি সবসময় আলোচনায় থাকেন।
বিগ বসে অংশ নেওয়া তার ক্যারিয়ারের জন্য নতুন মাত্রা যোগ করতে পারে, তবে এ বিষয়ে নিশ্চিত হতে তার নিজস্ব মন্তব্য বা আনুষ্ঠানিক ঘোষণা প্রয়োজন। ভক্তরা অপেক্ষায় আছেন এই বিষয়ে কোনো খবর পাওয়ার জন্য।
প্রসঙ্গত: বিগ বস এমন একটি রিয়েলিটি শো যেখানে সেলিব্রিটিদের একটি নির্দিষ্ট বাড়িতে একসঙ্গে রাখা হয় এবং তাদের দৈনন্দিন জীবন দেখানো হয়। এটি ভারতে অত্যন্ত জনপ্রিয়।
জাগতিক /জেএএস
মন্তব্য করুন