logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
‘ফ্যামিলি ফিউড’ নিয়ে আসছেন তাহসান
শাবনূরের নতুন শুরু: থ্রিলার সিনেমা ‘রঙ্গনা’ দিয়ে ফিরছেন পর্দায়
ঢাকাই সিনেমার সোনালি দিনের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন। রোমান্টিক ঘরানার অসংখ্য সিনেমায় দর্শকের হৃদয় জয় করা এই নায়িকা নতুন এক রূপে হাজির হতে যাচ্ছেন। শোনা যাচ্ছে, ‘রঙ্গনা’ নামের একটি থ্রিলার সিনেমার মাধ্যমে বড় পর্দায় তাঁর প্রত্যাবর্তন ঘটবে। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের পরিচালনায় এই সিনেমার কাজ শুরু হবে নতুন বছরে। এটি হবে আরাফাতের পরিচালনায় প্রথম চলচ্চিত্র। ‘রঙ্গনা’ একটি নারী কেন্দ্রিক গল্প, যেখানে শাবনূর চরিত্রটিকে কেন্দ্র করে পুরো কাহিনি এগিয়ে যাবে। নির্মাতা আরাফাত জানিয়েছেন, এটি সাধারণ কোনো রোমান্টিক সিনেমা নয়। গল্পে থাকবে চমক এবং ভিন্নতা। তিনি বলেন, "শাবনূরকে ঘিরে সিনেমার গল্প লেখা হয়েছে। তিনি অসংখ্য রোমান্টিক সিনেমায় কাজ করেছেন, কিন্তু এই চরিত্রটি একেবারেই আলাদা। দর্শকরা তাঁকে ভিন্নধর্মী এক রূপে দেখতে পাবেন।  ল‘রঙ্গনা’ সিনেমায় শাবনূরের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো প্রকাশ করেননি নির্মাতা। তবে এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নির্মাণ পরিকল্পনা নতুন বছরের শুরুতেই সিনেমার শুটিং শুরু হবে। একটানা কাজ করে এর চিত্রায়ণ শেষ করার পরিকল্পনা করেছেন নির্মাতা। সিনেমাটি মুক্তির সময় নিয়ে এখনো কোনো ঘোষণা না এলেও এটি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে থাকলেও শাবনূরের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। দর্শকরা এখনো তাঁকে পর্দায় দেখতে চান। তাঁর নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা। শাবনূরও জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর সিনেমায় ফেরা তাঁর জন্য বিশেষ কিছু। দর্শকদের ভালোবাসাই তাঁকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে। ‘রঙ্গনা’ সিনেমাটি শাবনূরের ক্যারিয়ারে একটি মাইলফলক হতে পারে। সিনেমাটি কেমন হবে, তা নিয়ে আগ্রহী দর্শকরা অপেক্ষায় রয়েছেন। এবার দেখার পালা, ভিন্নধর্মী এই সিনেমা দিয়ে শাবনূর কীভাবে আবারও দর্শকদের মুগ্ধ করেন। জাগতিক /এস আই
প্রয়াত সংগীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল: স্মরণে কিংবদন্তির সঙ্গীত যাত্রা
বরফের ওপরে ডিগবাজি দিয়ে নায়িকার মন জয় করলেন জায়েদ খান
৮৩ কোটি রুপিতে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন অমিতাভ বচ্চন
চারদিনেই ১০০ মিলিয়ন ডলার আয়ের পথে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’
বিশ্বজুড়ে আলোড়ন তুলে ১ বিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছাল ‘মোয়ানা ২’
ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ‘মোয়ানা ২’ বক্স অফিসে ঝড় তুলে ১.০৯ বিলিয়ন ডলারের আয় করে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছে। মুক্তির পর থেকেই সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের হৃদয় জয় করে চলেছে। ‘মোয়ানা ২’ যুক্তরাষ্ট্রে আয় করেছে ৪৪৫ মিলিয়ন ডলার, আর আন্তর্জাতিকভাবে আয় করেছে ৫৬৭ মিলিয়ন ডলার। বিশ্বব্যাপী মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১.০৯ বিলিয়ন ডলার। সিনেমাটির এই সাফল্য ডিজনির জন্য ২০২৪ সালে তৃতীয় বিলিয়ন ডলার উপার্জনকারী চলচ্চিত্রের মর্যাদা এনে দিয়েছে। এর আগে ২০২৪ সালে ডিজনির আরও দুটি সিনেমা, ‘ইনসাইড আউট ২’ এবং ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করেছিল। এবার ‘মোয়ানা ২’ সেই তালিকায় যুক্ত হয়ে ডিজনির জন্য আরেকটি সাফল্যের অধ্যায় রচনা করল। ডিজনি ছাড়া অন্য কোনো প্রযোজনা প্রতিষ্ঠান এমন সাফল্য অর্জন করতে পারেনি। তবে ইউনিভার্সালের ‘ডেসপিকেবল মি ৪’ ৯৬৯ মিলিয়ন ডলার আয় করে ডিজনির কাছাকাছি আসতে পেরেছে। ২০১৯ সালের ২৮ নভেম্বর থ্যাংকসগিভিংয়ের ৫ দিনের ছুটিতে ‘মোয়ানা ২’ মুক্তি পায়। প্রথম পাঁচ দিনে ২২৫ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে। মুক্তির পর থেকে সিনেমাটি ধারাবাহিকভাবে বক্স অফিসে সাফল্য ধরে রেখেছে। ‘মোয়ানা ২’-এর এমন বিশাল সাফল্যের পর ডিজনি দ্রুতই ‘মোয়ানা ৩’ আনার পরিকল্পনা করছে বলে ভ্যারাইটি জানিয়েছে। ভক্তরা নতুন কিস্তির জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছেন। ডিজনির জন্য ২০২৪ সাল একটি উল্লেখযোগ্য বছর হিসেবে চিহ্নিত হয়েছে। বছরের তিনটি সুপারহিট সিনেমার মধ্যে ‘মোয়ানা ২’ একটি, যা প্রযোজনা প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা ও আর্থিক সাফল্যকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ‘মোয়ানা ২’ যে সাফল্য অর্জন করেছে, তা কেবল ডিজনির ইতিহাসেই নয়, বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসেও একটি মাইলফলক হয়ে থাকবে। জাগতিক /এস আই  
অকালেই চলে গেলেন অভিনেতা যোগেশ মহাজন, বলিউড ও মারাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া
নতুন বছরের শুরুতেই ভারতীয় শোবিজ ইন্ডাস্ট্রিতে একের পর এক দুঃসংবাদ আসছে। এবার হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন হিন্দি ও মারাঠি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা যোগেশ মহাজন। রোববার (১৯ জানুয়ারি) রাতে এই অভিনেতার মৃত্যু হয়। জানা গেছে, ১৮ জানুয়ারি একটি সিরিয়ালের শুটিং চলাকালীন অসুস্থতা অনুভব করেন যোগেশ। শুটিং ফ্লোরের কাছের একটি ফ্ল্যাটে বিশ্রামের জন্য চলে যান। পরদিন রোববার তার শুটিং করার কথা থাকলেও নির্ধারিত সময়ে ফ্লোরে উপস্থিত না হওয়ায় সহকর্মীরা তার খোঁজ নিতে শুরু করেন। পরে ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে আছেন যোগেশ। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। যোগেশ মহাজন অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন মারাঠি থিয়েটার থেকে। পরে মারাঠি টেলিভিশনে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর হিন্দি টেলিভিশনের দিকে যাত্রা শুরু হয় তার। ‘শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকহৃদয়ে বিশেষ স্থান করে নেন। এছাড়াও ‘আদালত’, ‘জয় শ্রীকৃষ্ণ’, ‘দেব কি দেব মহাদেব’, ‘সম্রাট অশোক’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা ও ক্যারিশমা দর্শকদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। যোগেশ মহাজনের অকাল মৃত্যুতে বলিউড ও মারাঠি ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন। একজন সহকর্মী জানান, "যোগেশ ছিলেন অত্যন্ত পরিশ্রমী এবং বন্ধুসুলভ একজন মানুষ। তার এই হঠাৎ চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। তিনি তার কাজ এবং ব্যক্তিত্ব দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। ২০২৫ সালের শুরুতেই ভারতীয় শোবিজ একের পর এক তারকা হারাচ্ছে। বছরের প্রথম দিনেই প্রয়াত হন টালিউডের পরিচালক অরুণ রায়। এরপর সুদীপ পাণ্ডে, টেলি অভিনেতা আমন জয়সওয়ালের মৃত্যুর খবর আসে। এবার যোগেশ মহাজনের অকাল প্রয়াণ আরও এক দুঃসংবাদ হয়ে এসেছে। যোগেশ মহাজনের হঠাৎ মৃত্যু তার পরিবার, বন্ধু ও ভক্তদের জন্য অপূরণীয় ক্ষতি। তার অবদান ও স্মৃতি চিরকাল দর্শকদের মনে থাকবে। জাগতিক/ এস আই  
যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন তমালিকা কর্মকার, ফেসবুকে জানালেন সুখবর
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার বিয়ে করেছেন। এই সুখবরটি তিনি নিজেই জানিয়েছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। স্বামী প্রভীনের সঙ্গে একটি ছবি শেয়ার করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তমালিকা তার পোস্টে স্বামী প্রভীনের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’। পোস্টের সঙ্গে একটি ভালোবাসার ইমোজি যোগ করে তিনি জানান, তাদের দাম্পত্য জীবন ভালোবাসায় পরিপূর্ণ। তমালিকার পোস্টের পর বিনোদন অঙ্গনের অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নাট্যকার মাসুম রেজা, সংগীতশিল্পী আঁখি আলমগীর, অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হকসহ আরও অনেকে। তমালিকা সবার শুভকামনার উত্তর দিয়েছেন আন্তরিকভাবে। জানা গেছে, তমালিকা ও প্রভীনের বিয়ে অনেক আগে হয়েছে। তবে এ বিষয়ে তারা কখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তমালিকার ঘনিষ্ঠজনেরা অবশ্য এই খবর জানতেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তমালিকা কর্মকার বাংলাদেশের নাটক ও সিনেমা জগতে একসময় ছিলেন অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না তিনি। তমালিকার বিয়ের খবর তার ভক্ত ও অনুরাগীদের মধ্যে আনন্দের ঢেউ তুলেছে। তারা তমালিকার পোস্টে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা প্রকাশ করছেন। তমালিকার এই সুখবর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য নিঃসন্দেহে এক দারুণ চমক। নতুন জীবনে তিনি ভালো থাকুন—এমনটাই কামনা সবার। জাগতিক /এস আই  
তেলেগু সিনেমা ‘সংক্রান্তিকি ভাস্তুনাম’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য, ১০০ কোটির পথে
তেলেগু সিনেমার সুপারস্টার ভেঙ্কটেশ আবারও তার অভিনয় দক্ষতায় বক্স অফিসে ঝড় তুললেন। তার নতুন সিনেমা ‘সংক্রান্তিকি ভাস্তুনাম’ মাত্র পাঁচ দিনে ৯৩.৭৫ কোটি রুপি আয় করে ব্যাপক সাফল্য অর্জন করেছে। ৫০ কোটি রুপির বাজেটে নির্মিত এই সিনেমাটি ইতিমধ্যেই ৪৩.৭৫ কোটি রুপি লাভ করেছে এবং খুব শিগগিরই ১০০ কোটির মাইলফলক অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। পরিবারিক কমেডি ধাঁচের এই ছবিটি পরিচালনা করেছেন অনিল রাভিপুডি। সিনেমার প্রথম পাঁচ দিনে আয় বিশ্লেষণ করলে দেখা যায়, এটি ৮৭.৫% রিটার্ন অন ইনভেস্টমেন্ট তৈরি করেছে, যা প্রমাণ করে ছবিটির বক্স অফিসে ব্যাপক সাফল্য। জানুয়ারি ১৮ তারিখে ছবিটি ১৭.২৫ কোটি রুপি আয় করে, যা আগের দিনের ১৬ কোটি রুপির তুলনায় কিছুটা বেশি। তেলেগু সিনেমার ইতিহাসে গেল বছর সবচেয়ে লাভজনক সিনেমাগুলোর মধ্যে শীর্ষে ছিল ‘হনুমান’, যার আয় ছিল বাজেটের ২৩৫%। এরপর দ্বিতীয় স্থানে ছিল ‘পুষ্পা ২’, যার আয় ছিল ১৫১% লাভ, আর তৃতীয় স্থানে থাকা ‘টিল্লু স্কয়ার’ ছবিটি বাজেটের ১০৯.৭৫% আয় করেছিল। সংক্রান্তিকি ভাস্তুনাম সিনেমার প্রথম পাঁচ দিনে আয় ছিল প্রথম দিন: ৩ কোটি রুপি দ্বিতীয় দিন: ২০ কোটি রুপি তৃতীয় দিন: ১৭.৫ কোটি রুপি চতুর্থ দিন: ১৬ কোটি রুপি পঞ্চম দিন: ১৭.২৫ কোটি রুপি এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৯৩.৭৫ কোটি রুপি। ভেঙ্কটেশের সঙ্গে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাজেশ, মীনাক্ষী চৌধুরী এবং রাজেন্দ্র প্রসাদ। সিনেমাটি পরিচালনা করেছেন অনিল রাভিপুডি। ধারণা করা হচ্ছে, এই সিনেমা চলতি বছরে সবচেয়ে সফল তেলেগু সিনেমা হিসেবে শীর্ষস্থানে থাকবে। সিনেমার সাফল্য এভাবেই তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির এক নতুন উচ্চতায় পৌঁছানোর দিকে এগিয়ে যাচ্ছে। জাগতিক /এস আই  
জয়া আহসান, প্রীতম হাসান ও এলিটা করিম: রহস্যময় প্রজেক্ট নিয়ে আলোচনায় ত্রিরত্ন
বাংলাদেশের বিনোদন জগতে নতুন চমকের আভাস দিচ্ছেন জয়া আহসান, প্রীতম হাসান ও এলিটা করিম। এক ফ্রেমে দেখা গিয়েছে এই তিন গুণী শিল্পীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া তাদের ছবি এবং পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। প্রীতম হাসান রবিবার (১৯ জানুয়ারি) একটি ছবি পোস্ট করেন। সেখানে তার সঙ্গে ছিলেন জয়া আহসান ও এলিটা করিম। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই মাসের শেষের দিকে আসতে যাচ্ছে নতুন গান। সামনের কয়েকটি দিন এলিটা করিম ও জয়া আহসানের সঙ্গে খুব রোমাঞ্চকর সময় কাটবে।’ প্রীতমের এই পোস্টের ঠিক একদিন পর, সোমবার (২০ জানুয়ারি), একই ছবি শেয়ার করেন জয়া আহসান। তিনি লেখেন, ‘খুবই রোমাঞ্চ অনুভব করছি প্রীতম ও এলিটার সঙ্গে কাজ করতে। আশা করি দ্রুতই একটি চমকপ্রদ সিনেমা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, যেটি পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।’ এই পোস্টের পর থেকেই প্রশ্ন উঠেছে, এটি কি গান? নাকি মিউজিক ভিডিও? কিংবা নতুন কোনো সিনেমার ঘোষণা? জয়া তার পোস্টে উল্লেখ করেছেন, প্রজেক্টটি পরিচালনা করছেন সাদিয়া ইসলাম রোজা। রোজার নাম আসার পর থেকে সিনেমার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। রোজা তার সৃজনশীল কাজের জন্য পরিচিত। তার পরিচালনায় জয়া, প্রীতম এবং এলিটার উপস্থিতি দর্শকদের কাছে নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করা যায়। জয়া আহসান: বাংলাদেশের শীর্ষ অভিনেত্রীদের একজন। তার অভিনয় দক্ষতা আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত। প্রীতম হাসান: তরুণ প্রজন্মের মেধাবী সংগীতশিল্পী ও অভিনেতা। তার সৃজনশীল গান এবং অভিনয় আগেও ভক্তদের মুগ্ধ করেছে। এলিটা করিম: স্বনামধন্য সংগীতশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব। তার গান সবসময়ই ভিন্নতার ছাপ রাখে। এখনও পর্যন্ত প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। শিল্পীরা এটি রহস্য হিসেবেই রাখতে চান। তবে তাদের পোস্টের ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকে মন্তব্য করছেন, ‘এই ত্রিরত্ন মিলে যা তৈরি করবে, তা অবশ্যই চমকপ্রদ কিছু হবে।’ দর্শকদের অপেক্ষা ত্রিমুখী এই কোলাবরেশনের প্রকৃতি নিয়ে জল্পনার অবসান ঘটাতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। মাসের শেষে কী চমক আসছে, তা জানার জন্য মুখিয়ে আছেন সবাই। এখন দেখার বিষয়, এই তিন প্রতিভাবান শিল্পীর সম্মিলনে কীভাবে বাংলাদেশের বিনোদনজগতে নতুন আলোড়ন সৃষ্টি হয়। জাগতিক /এস আই  
মানুষের বিয়ে দেখার জন্যই পৃথিবীতে বেঁচে আছি : তাসরিফ
জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান, যিনি ‘কুড়েঘর’ ব্যান্ডের মাধ্যমে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন, এবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মজার মন্তব্য করে আবারো আলোচনায় এসেছেন। সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে তাসরিফ লিখেছেন, "একের পর এক মানুষের বিয়ে দেখার জন্যই পৃথিবীতে বেঁচে আছি, এটাই বাস্তব।" পোস্টটি পড়েই ভক্ত-অনুরাগীরা মজার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। কমেন্ট সেকশনে তাসরিফ আরও যোগ করেছেন, "নিজের বিয়ের কথা নাকি নিজ মুখে বলতে নাই, তাই মানুষের বিয়ের আলাপটা করলাম।" তাসরিফের এই পোস্টে একজন ভক্ত মন্তব্য করেছেন, "ভাই, ২০২৫ সালে যেভাবে বিয়ে শুরু হলো, আল্লাহই জানে কবে আপনি বিয়ে করবেন!" আরেক ভক্ত লিখেছেন, "ভাইয়া, আপনার বাসায় কল চলে গেছে। কিছুদিন অপেক্ষা করুন। পরে আপনার ওপর ক্রাশ খাওয়া মেয়েরাও এমন স্ট্যাটাস দেবে!" তাসরিফ খান শুধু একজন গায়ক নন, সমাজসেবক হিসেবেও তরুণ প্রজন্মের মাঝে ভীষণ জনপ্রিয়। তার সাম্প্রতিক এই মজার পোস্টটি ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। জাগতিক /আ-র  
লিপস্টিক বিতর্কে তনির জবাব
আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন গত ১৫ জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি টানা ১০১ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিরবিদায় নেন। স্বামীর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন অনেকেই। তবে সমবেদনার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েন তনি। সমালোচনার কারণ ছিল তনির একটি ছবি। হাসপাতালের আইসিইউতে তোলা ওই ছবিতে দেখা যায়, স্বামীর পাশে দাঁড়িয়ে থাকা তনির ঠোঁটে গাঢ় লিপস্টিক। এই ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই তার মানসিক অবস্থা ও শোক প্রকাশের ধরন নিয়ে প্রশ্ন তুলেন। শনিবার রাতে তনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি লেখেন, "এই ছবিটা পোস্ট করে যারা আমাকে নিয়ে সমালোচনা করেছেন, তাদের উদ্দেশে জানতে চাই—কীভাবে একজন শোকাহত মানুষকে তার মনের মতো করে শোক প্রকাশ করতে দেওয়া যায় না?" তনি আরও লেখেন, "স্বামীকে বাঁচানোর জন্য আমি ১০১ দিন লড়াই করেছি। সব চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। আমি শোকাহত, বিধ্বস্ত। কিন্তু আমার মানসিক শক্তি আমাকে ভেঙে পড়তে দেয়নি। যে লিপস্টিক আমার আত্মবিশ্বাসের প্রতীক, সেটাই আমি ব্যবহার করেছি, যেন তার সামনে নিজেকে দুর্বল না দেখাই।" তনি স্ট্যাটাসে আরও জানান, স্বামী শাহাদাৎ সবসময় তাকে মানসিকভাবে শক্ত থাকতে বলতেন। তিনি লিখেছেন, "শাহাদাৎ আমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল। তার সামনে কখনও নিজেকে দুর্বল হতে দিইনি। আমার আত্মবিশ্বাসই ছিল তার আশার আলো।" তনি বলেন, "একটি ছবি দেখে এত অশালীন মন্তব্য করতে পারে মানুষ, তা ভাবতেই অবাক লাগে। একজন মানুষের শোক কেমন হবে বা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কী হবে, সেটা কারও বিচার করার অধিকার নেই। তনি তার স্ট্যাটাসের শেষে সবাইকে অনুরোধ করেন, "সমালোচনার আগে একজন মানুষের পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। জীবন অনেক কঠিন। এমন আচরণ কারও শোকের ভার আরও বাড়িয়ে দেয়।" তনির এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই তার অবস্থানকে সমর্থন জানিয়েছেন এবং সমালোচকদের কড়া সমালোচনা করেছেন। তারা বলেছেন, শোকপ্রকাশের ধরন সবার কাছে ভিন্ন হতে পারে। একে নিয়ে কটাক্ষ করা অনুচিত। জাগতিক /এস আই