logo
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
শ্রীলীলার সঙ্গে প্রেম করছেন কার্তিক?
উর্বশী নিজেকে শাহরুখ খানের সাথে তুলনা করে
উর্বশী রাউতেলা মানেই আলোচনা আর সমালোচনা। এই ভারতীয় অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় থাকেন বেশি। অনলাইন মাধ্যমগুলোতো তাকে নিয়ে কথা হয় বেশ। কখনো তিনি হীরাখচিত ঘড়ির দেখিয়ে আলোচনায় আসেন, কখনো আবার আলোচনায় থাকেন 'দাবিদি দিবিদি'র মতো অদ্ভুত গান দিয়ে।  এবার এই অভিনেত্রী আবারও ভাইরাল হয়েছেন। তবে তা কোনো চলচ্চিত্রে অভিনয়ের জন্য নয়। এবার উর্বশী নিজেকে শাহরুখ খানের সাথে তুলনা করে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্য দিয়েছেন। কেউ কেউ তাকে কটাক্ষও করছে।  সাম্প্রতিক এক আড্ডায় উর্বশী গর্বের সাথে বলেন, শাহরুখ খানের পর তিনিই হলেন বেস্ট প্রোমোটার (প্রচারক)। আর এই কথার পরই শুরু হয় আলোচনা। সাক্ষাৎকারে উর্বশীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কীভাবে তাকে আত্মমগ্ন বলে অভিহিত করা লোকেদের সাথে আচরণ করেন। জবাবে উর্বশী বলেন, আমি আমার কাজে সম্পূর্ণ নিমগ্ন। যদি মানুষ এটা বলে, তাহলে তারা এটাও বলে যে শাহরুখ খানের পর ছবির প্রচারের ক্ষেত্রে উর্বশী রাউতেলাই সেরা প্রোমোটার। এই কারণেই 'রিচার' সিজন ৩-এর হলিউড নির্মাতারাও তাদের শো প্রচারের জন্য আমার কাছে এসেছিলেন। তাই এর পিছনে একটি কারণ আছে এবং এটি প্রশংসার মুহূর্ত। প্রোমোটার হিসেবে আমরা শিল্পীরা যদি ছবিটি প্রচার না করি, তাহলে কে করবে? এই কথার পরই ঝাপিয়ে পড়েছে ভারতের নেটিজেনদের একটা অংশ। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, তিনি (উর্বশী) ইচ্ছাকৃতভাবেই এসব বলছেন। তিনি কেবল ট্রোলড হওয়ার জন্য এবং আলোচনায় থাকার জন্য এসব করছেন। তিনি ঠিকই জানেন যে তিনি কী করছেন। প্রতিবার যখনই তিনি কিছু আপত্তিকর কথা বলেন, তখন এটি তাকে আরও মনোযোরে কেন্দ্রে নিয়ে আসে, স্পটলাইটে রাখে। এটি তার আলোচনায় থাকার কৌশলের অংশ।  কেউ কেউ মজা করে বলেছেন, এবার সে কীভাবে নিজেকে দ্বিতীয় বলে চিহ্নিত করেছে? ওহ! এখন আমি বুঝতে পারছি—শাহরুখ খান হয়তো প্রথম স্ব-প্রচারক (তার ভাষায়, আমার ভাষায় নয়), কিন্তু উর্বশী এখনও প্রথম মহিলা যিনি এই খেতাব দাবি করেছেন।
মান্নাত ছেড়ে সপরিবারে ভাড়া বাসায় উঠলেন শাহরুখ
‘জংলি’ রিমেক করতে চায় মালয়ালাম-তেলেগু ইন্ডাস্ট্রি
সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন!
রাশমিকা আমার অতীত মনে করিয়ে দেয়
পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ ঢাকায় গান গাইতে আসছেন
  ঢাকায় আসছেন পাকিস্তানি জনপ্রিয় গায়ক মুস্তাফা জাহিদ! আগামী ১১ এপ্রিল রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তার ‘মেলোডি আনলিশড’ কনসার্ট। এই আয়োজনে তার হৃদয়স্পর্শী গান ও শক্তিশালী কণ্ঠে দর্শকরা উপভোগ করবেন এক অনন্য সন্ধ্যা। মুস্তাফা জাহিদ, যিনি পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন, রক ব্যান্ড ‘জুনুন’-এর সাবেক প্রধান গায়ক আলি আজমতের ভাগ্নে। ২০০৭ সালে তার দুটি গান হিন্দি সিনেমা ‘আওয়ারাপানে’ ব্যবহার হয়, যা তাকে বলিউডে পরিচিতি এনে দেয়। এর পর থেকে তিনি ‘আশিকী ২’ ও ‘এক ভিলেন’ সিনেমায় প্লেব্যাক করেছেন, যা তার জনপ্রিয়তার আরও বিস্তার ঘটিয়েছে। এটি পাকিস্তানি শিল্পীদের জন্য ঢাকায় বছরভর বেড়েছে কনসার্টের আয়োজন। গত বছর থেকেই পাকিস্তানি শিল্পীরা ঢাকায় কনসার্ট করছেন, এবং আগামী ২ মে ইউনাইটেড কনভেনশন সেন্টারে 'আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা' কনসার্টেও অংশ নেবেন জুনুনের শিল্পী আলী আজমত। এবারের কনসার্টে মুস্তাফা জাহিদের গানে ঢাকার দর্শকরা চমৎকার একটি সাংস্কৃতিক অভিজ্ঞতার সাক্ষী হবেন।
বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ঐশ্বরিয়া রায়
  বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন। বুধবার মুম্বাইয়ের রাস্তায় তার গাড়িতে পেছন থেকে ধাক্কা মেরেছে একটি বাস, যা মুহূর্তেই তোলপাড় সৃষ্টি করে। মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন করপোরেশনের একটি বাস ঐশ্বরিয়ার টয়োটা ভেলফায়ার মডেলের গাড়িতে ধাক্কা দেয়, এবং দুর্ঘটনার পর রাস্তায় ভিড় জমে যায়। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ঐশ্বরিয়ার দেহরক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে গাড়িটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। তবে, অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঐশ্বরিয়া গাড়িতে উপস্থিত ছিলেন না। কোনো ধরনের শারীরিক ক্ষতি হয়নি এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। এই খবর শোনার পর ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য উন্মোচন
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের অবসান ঘটেছে প্রায় পাঁচ বছর পর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে তারা নিশ্চিত করেছে যে, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর থেকেই গোটা ভারত উত্তাল ছিল। তার মৃত্যুর পেছনে খুন বা অন্য কোনো রহস্য থাকার নানা গুঞ্জন ছিল। এ ঘটনার তদন্ত শুরু হয় সিবিআইয়ের মাধ্যমে, এবং বিভিন্ন সময়ে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের সময় মাদক সরবরাহ, মানসিক হয়রানি, টাকার জন্য চাপ এবং কালাজাদুর অভিযোগও উঠেছিল। সুশান্তের পরিবার দাবি করেছিল, তাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছিল। তবে সিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানায়, সুশান্তের মৃত্যু ছিল আত্মহত্যা, এবং তদন্তে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, তাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছিল। এর পাশাপাশি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (AIIMS)-এর ফরেনসিক টিমও জানিয়েছে, সুশান্তকে খুন করা হয়নি, বরং আত্মহত্যাই তার মৃত্যুর কারণ ছিল। তদন্তে সুশান্তের ল্যাপটপ, হার্ড ডিস্ক, ক্যামেরা এবং দুটি মোবাইল ফোন থেকেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। ফলে, দীর্ঘ চার বছর ধরে চলা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্যের অবসান ঘটলো, এবং তার মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যাকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হলো।  
২০২৬ সালের দিকে মুক্তি / ‘কৃশ ৪’ সিনেমার বাজেট জটিলতায় সিনেমার কাজ পেছানোর শঙ্কা
হৃতিক রোশান ও রাকেশ রোশানের ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’ ভারতের জনপ্রিয় হিন্দি সিনেমাগুলোর মধ্যে অন্যতম । এই ফ্র্যাঞ্চাইজির সিনেমা হৃত্বিক রোশান অভিনীত ‘কৃশ ৪’ আসছে বলে শোনা যাচ্ছিল বেশ কয়েক বছর ধরে। তবে বাজেট জটিলতায় সিনেমাটি হোঁচট খেতে চলেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। গেল বছর এই সিনেমার পরিচালক রাকেশ রোশান জানিয়েছিলেন ‘কৃশ ৪’ এর কাজ হবে এই বছরেই। কিন্তু বছর না ঘুরতেই সেই কথা রাখতে পারছেন না তিনি। রাকেশ সিনেমার জন্য বাজেট ধরেছেন ৭০০ কোটি রুপি। তাতেই নাকি বেঁকে বসছেন প্রযোজকেরা। কোনো প্রযোজনা সংস্থা বিপুল পরিমাণ টাকা খরচ করতে এবং এত বড় ঝুঁকি নিতে রাজি নয়। 'কৃশ' ফ্র্যাঞ্চাইজির সূচনা ২০০৩ সালে। প্রথমটি সাড়া তোলা ‘কোই মিল গ্যায়া’; এরপর ২০০৬ সালে ‘কৃশ’ ও ২০১৩ সালে আসে ‘কৃশ ৩’। তিনটি সিনেমাই বক্স অফিসকে সন্তুষ্ট করেছে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন। আনন্দ ও হৃত্বিক দুজনে অনেকদিনের বন্ধু । হৃত্বিক প্রথমে আনন্দকে দায়িত্ব দিয়েছিলেন কোনো স্টুডিওর সঙ্গে চুক্তি করার জন্য, কিন্তু সেটা সম্ভব হয়নি। এখন শোনা যাচ্ছে, আনন্দ ও তার প্রযোজনা প্রতিষ্ঠান মারফিক্স এ সিনেমার সঙ্গে যুক্ত থাকছে না। হৃতিক এবং রাকেশ ব্যক্তিগতভাবে বিভিন্ন স্টুডিওর সাথে কথা বলে একটি ভালো চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন ‘কৃশ ৪’ ফিল্মক্রাফট এবং অন্য একটি বড় স্টুডিওর যৌথ প্রযোজনায় তৈরি হতে পারে। আগে বলা হয়েছিল, চলতি বছরের শেষের দিকে ‘কৃশ ৪’ এর কাজ শুরু হবে। এখন ধারণা করা হচ্ছে, সিনেমার কাজ পেছাবে ২০২৬ সাল নাগাদ।
হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান
ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান হঠাৎ বুকে ব্যথা অনুভব করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের একটি দল তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে, তবে বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত জানানো হয়নি। চেন্নাইয়ের গ্রিমস রোডের হাসপাতালে এ আর রহমানের এনজিওগ্রাম করা হয়েছে এবং আপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া, জানা গেছে, সম্প্রতি ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে তিনি বিদেশ থেকে ফিরেছিলেন এবং এরপর চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান। জাগতিক /এস আই                                            
কার্তিক আরিয়ান ও শ্রীলীলার প্রেমের গুঞ্জন সত্যি প্রমাণ করলেন অভিনেতার মা মালা তিওয়ারি
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী শ্রীলীলার প্রেমের গুঞ্জন দীর্ঘ সময় ধরে শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করেছেন অভিনেতার মা মালা তিওয়ারি। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভবিষ্যত পুত্রবধূ সম্পর্কে মালা তিওয়ারি বলেন, "পরিবারের সবাই চান হবু বৌমা যেন একজন ভালো ডাক্তার হন।" মালার এই বক্তব্যেই ইঙ্গিত পাওয়া যায় যে, তিনি সম্ভবত অভিনেত্রী শ্রীলীলাকে পুত্রবধূ হিসেবে ভাবছেন। কারণ, শ্রীলীলার পড়াশোনা চিকিৎসা শাস্ত্রে, এবং তার মা একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। এছাড়া, কার্তিকের পরিবারও চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত, তার বাবা, মা ও বোন সবাই ডাক্তার। এছাড়া, কার্তিকের বোন কৃতিকা সম্প্রতি একটি পার্টিতে শ্রীলীলাকে আমন্ত্রণ জানান, যা তাদের সম্পর্কের ইঙ্গিত দেয়। শ্রীলীলা ২০০১ সালে মিশিগানে এক তেলেগু পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা শেষ করেছেন, তবে বিনোদন জগতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। জাগতিক /এস আই
ঈদে মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’
ঈদুল ফিতরে বড় পর্দায় আসছে অভিনেতা মোশাররফ করিমের নতুন সিনেমা ‘চক্কর ৩০২’। নির্মাতা শরাফ আহমেদ জীবন পরিচালিত এই সিনেমাটি ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়ে প্রস্তুতি নিচ্ছে মুক্তির জন্য। পরিচালক জীবন জানিয়েছেন, আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা খুব শিগগিরই আসবে। জীবন জানান, এই সিনেমাটি গল্পনির্ভর হওয়ায় প্রচারণার জন্য খুব বেশি কনটেন্ট থাকবে না। তবে, মুক্তির দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে প্রচারণা শুরু হবে। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হওয়ায় এটি তথ্য মন্ত্রণালয় থেকে সেন্সর হয়েছে। এছাড়াও রোজার ঈদে আরও কয়েকটি বড় সিনেমা মুক্তি পাবে, যেমন শাকিব খানের ‘বরবাদ’, সিয়াম আহমেদের ‘জংলি’ এবং আফরান নিশোর ‘দাগি’। তবে, জীবন এই প্রতিযোগিতাকে কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না, বরং তিনি বিশ্বাস করেন যে, গল্পটি দর্শকদের সঙ্গে কানেক্ট করবে। ‘চক্কর ৩০২’ সিনেমায় মোশাররফ করিম একজন গোয়েন্দা পুলিশ চরিত্রে অভিনয় করেছেন, যার নাম মইনুল। তার বিপরীতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু। সিনেমার প্রথম পোস্টার গত বছরের মার্চে প্রকাশ করা হয়েছিল। জাগতিক /এস আই