logo
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

নতুন বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে আন্দোলন অব্যাহত

জাগতিক ডেস্ক

  ২৮ জানুয়ারি ২০২৫, ২১:২২
ছবি: সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে এক মাসের মধ্যে সাত কলেজের সমন্বয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকা কলেজ শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি সাগর। তিনি জানান, ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে সেই উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন না করে শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়িয়েছে। দীর্ঘ আট বছরেও এই সমস্যার সমাধান হয়নি।

জাকারিয়া বারি বলেন, "আমরা ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে অধিভুক্তি বাতিল এবং নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছি। অবশেষে সরকার আমাদের দাবির যৌক্তিকতা বুঝতে পেরেছে। সাত কলেজের সমন্বয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের আশ্বাস দেওয়ায় আমরা কৃতজ্ঞ। তবে আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।"

শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরে তিনি বলেন, এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। এ ছাড়া চলমান পরীক্ষাগুলো পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চালিয়ে নেওয়ার পাশাপাশি নতুন বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আন্দোলনের ফোকাল পয়েন্ট আব্দুর রহমান বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা পরিচয় সংকটে ভুগেছি। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটি খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আমরা আশা করছি, তারা দ্রুত রূপরেখা প্রকাশ করবে। তবে আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়িত না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।"

সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষার মানোন্নয়ন এবং নিজেদের সঠিক পরিচয় নিশ্চিত করতে একটি কার্যকর সমাধান চান। এ বিষয়ে তারা সরকারের দ্রুত উদ্যোগ প্রত্যাশা করছেন।

জাগতিক/ এআর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12