logo
  • শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থী বহিষ্কার

জাগতিক ডেস্ক

  ২৪ জানুয়ারি ২০২৫, ০০:১১
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং সাংবাদিককে মারধরের ঘটনায় ৮৪ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন জানিয়েছেন, বহিষ্কৃতদের মধ্যে অধিকাংশই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা এবং এক সাংবাদিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, বহিষ্কৃতদের এক বছরের জন্য শাস্তি দেওয়া হলেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। অধ্যাপক কামাল উদ্দিন বলেন, “হামলার ঘটনায় ৭৩ জন এবং সাংবাদিককে মারধরের ঘটনায় আরও ১১ জনসহ মোট ৮৪ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে তদন্তে গুরুতর অপরাধ প্রমাণিত হলে তাদের স্থায়ী বহিষ্কারের বিষয়টি বিবেচনা করা হবে।”

বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সদস্যসচিব অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, বহিষ্কারের বিস্তারিত তথ্য শুক্রবার প্রকাশ করা হবে।

গত ১৪ এবং ১৫ জুলাই, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। একই দিনে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদকে শাটল ট্রেন থেকে তুলে নিয়ে মারধর করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মোবাইল তল্লাশি এবং ৩১ জুলাই এক শিক্ষকের বাসায় বোমা হামলা এবং সাংবাদিক শাহ রিয়াজকে মারধরের অভিযোগও রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়