logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মেডিকেল ভর্তি পরীক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষার কোটা নিয়ে ঢাবিতে বিক্ষোভ

জাগতিক ডেস্ক

  ২০ জানুয়ারি ২০২৫, ০৯:১১
ছবি: সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন কোটার ব্যবস্থাকে বৈষম্যমূলক দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ হয়েছে। রোববার রাত ১১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবি জানানো হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, কোটার ভিত্তিতে মেধাবীদের সুযোগ বঞ্চিত করা হয়েছে। এক শিক্ষার্থী ৭৩ পেয়ে ভর্তির সুযোগ পাননি, অথচ অন্য একজন ৪১ পেয়ে কোটার কারণে সুযোগ পেয়েছেন। শিক্ষার্থীরা দাবি করেন, বৈষম্যমূলক এ ব্যবস্থা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সমাবেশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন “কোটা না মেধা, মেধা-মেধা”, “মুক্তিযোদ্ধা কোটার কবর দে”, “অন্যায় হবে যতবার, জেগে উঠবো ততবার”।

এর আগে, রাত ১০টায় ঢাকা কলেজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সাইন্সল্যাব হয়ে নীলক্ষেত প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে শহিদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল ও কোটাব্যবস্থা সংস্কারের আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আসিফ খান বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার নামে বৈষম্যমূলক এ ব্যবস্থা খুবই দুঃখজনক।” বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা জাহিদ আহসান বলেন, “কোটা সংস্কারের দাবিতে আন্দোলন হয়েছিল। এরপরও এই ব্যবস্থা টিকে থাকায় আমরা হতাশ।”

প্রসঙ্গত, রোববার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সরকারি ৩৭টি কলেজে ৫ হাজার ৩৭২ জন শিক্ষার্থী নির্বাচিত হন। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা কোটার ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে নামেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
রাবির ছাত্রনেতা শহীদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত, বিচারের দাবি সবার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন
জাতীয় নাগরিক কমিটির নেতার বিরুদ্ধে আদিবাসী হামলায় জড়িত থাকার অভিযোগ
সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসিকে প্রত্যাহার