নারী সেজে জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ে ছাত্রী হলে বহিরাগত যুবক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হল থেকে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বহিরাগত এক যুবককে আটক করা হয়েছে। হল প্রশাসন জানান, ওই যুবক ছাত্রীদের হলের একটি কক্ষে ছিলেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক যুবকের নাম আশরাফুল ইসলাম, যিনি নিজেকে চট্টগ্রামের ডাবলমুরিং এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ‘হিম উৎসব’ উপলক্ষে ক্যাম্পাসে ঘুরতে এসেছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওই যুবক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক ছাত্রীর সঙ্গে রাত ১০টার দিকে হলে প্রবেশ করেন। তাঁর পরনে টিপ, পালাজ্জো প্যান্ট এবং ঘোমটা থাকায় অনেকের সন্দেহ হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে হল কর্তৃপক্ষ নিশ্চিত হন এবং ওই কক্ষে গিয়ে তাঁকে দেখতে পান।
হল সুপার নাদিয়া সুলতানা জানান, খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ওই কক্ষে গিয়ে যুবককে খাটের ওপর বসে থাকতে দেখেন। পরে প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
আটকের পর আশরাফুল দাবি করেন, তিনি ওই ছাত্রীর ভালো বন্ধু এবং সাত বছরের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “হিম উৎসবে ঘুরতে এসেছি। রাতে থাকার জায়গা না পেয়ে বন্ধুর সাহায্য নিয়েছি।”
অন্যদিকে, ওই ছাত্রী নিজেকে বিবাহিত দাবি করে বলেন, “আমরা শুধু ভালো বন্ধু। রাতে থাকার জায়গা না পাওয়ায় আমি তাঁকে হলে এনেছি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম জানান, আটক যুবকের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, ওই ছাত্রীকেও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি করা হবে।
এ ঘটনার পর শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
জাগতিক /আ-র
মন্তব্য করুন