logo
  • রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

বিশ্বের ৫৫ টি দেশের শিক্ষার্থীদের জন্য  অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি

অনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:২৩
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া সরকারের একটি মর্যাদাপূর্ণ বৃত্তি। দেশটির বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগ এই বৃত্তি প্রদান করে। এই সুযোগের মাধ্যমে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাস্থ্য, উন্নয়ন, পরিবেশ, সাসটেইনেবিলিটি, বাণিজ্য, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, অবকাঠামো, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং ব্লু ইকোনমি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পড়াশোনা করতে পারবেন।

২০২৫ শিক্ষাবর্ষে বিশ্বের ৫৫টি দেশের মোট ১ হাজার ৫৫১ জন শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। উল্লেখ্য, ২০২৩–২০২৪ প্রোগ্রামে এই বৃত্তির পেছনে অস্ট্রেলিয়া সরকার প্রায় ২৭০ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

এই বৃত্তি পেতে হলে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে। এর জন্য আইএলটিএসে ন্যূনতম ৬.৫ প্রত্যেকটি মডিউলে থাকতে হবে সর্বনিম্ন ৬ পয়েন্ট অথবা টোয়েফলে ৮৪ স্কোর প্রমাণস্বরূপ জমা দিতে হবে।

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের অধীনে শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবেন তা হলো:

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ

পড়াশোনার প্রয়োজনীয় বই এবং অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীর খরচ

অস্ট্রেলিয়ায় যাতায়াতের জন্য বিমানের ইকোনমি ক্লাস টিকিট

পড়াশোনার সময় বসবাসের খরচ এবং স্বাস্থ্য বিমার সুবিধা

নির্দিষ্ট কোর্সের ক্ষেত্রে ফিল্ডওয়ার্কের সুবিধাও দেওয়া হয়

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং তাদের নিজ নিজ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সহায়ক হতে পারে।

যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। এই বৃত্তি পেতে আগ্রহীরা প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করে আবেদন করতে পারেন।

জাগতিক/ আ-রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং শুরু, এখন থেকে বাংলাদেশি নাগরিকরা ঢাকাতেই পাবেন ভিসা
অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় আলফ্রেডের তাণ্ডব: ১ লাখ ২০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন
মার্কিন শেয়ারবাজারে ধস, অস্ট্রেলিয়া ও ইউরোপেও নিম্নমুখী সূচক
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নেই মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়া দলে পরিবর্তন
12