logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আগামীকাল মেডিক্যাল ভর্তি পরীক্ষা: কঠোর নির্দেশনা জারি

অনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৫৮
ছবি: সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে।

পরীক্ষার্থীদের মানতে হবে যেসব নির্দেশনা:

১. কেন্দ্রে প্রবেশ:

কেন্দ্র-ভেন্যুর গেট খুলবে সকাল ৮টায়।

সকাল সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষার হলে প্রবেশের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র আনতে হবে।


২. তল্লাশি ব্যবস্থা:

ছেলে ও মেয়ে পরীক্ষার্থীদের জন্য পৃথক তল্লাশির ব্যবস্থা থাকবে।

কক্ষ পরিদর্শকরা প্রবেশপত্রে থাকা পরীক্ষার্থীর ছবির সঙ্গে পরিচয় নিশ্চিত করে হলে প্রবেশের অনুমতি দেবেন।


৩. ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ:

মোবাইল ফোন, ক্যালকুলেটর, হাতঘড়ি, ব্লুটুথ, ইয়ারফোনসহ কোনো ডিজিটাল ডিভাইস নিয়ে হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

ডিভাইসসহ কোনো পরীক্ষার্থী ধরা পড়লে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

৪. নিরাপত্তা ব্যবস্থা:

কেন্দ্রের আশপাশে থাকা ফটোকপি মেশিন বন্ধ রাখা হবে।

পরীক্ষার হলে এবং কেন্দ্রের আশপাশে পরীক্ষাসংক্রান্ত গুজব বা প্রতারণার সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৫.পরীক্ষা সংশ্লিষ্ট নির্দেশনা:

ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ইনভিজিলেটর এবং অন্যান্য কর্মকর্তারা কোনোভাবেই মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না।

শুধুমাত্র পরীক্ষাসংক্রান্ত দায়িত্বে থাকা ব্যক্তিরাই কেন্দ্র-ভেন্যুতে প্রবেশ করতে পারবেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো অসদাচরণ বা প্রতারণার ঘটনা চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।


পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে উপস্থিত হয়ে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে অভিভাবকদের কেন্দ্রের আশপাশে ভিড় এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

জাগতিক/ এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়