আগামী ফেব্রুয়ারি মাসে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীবাসী। ২৮ ফেব্রুয়ারি রাতের আকাশে একসঙ্গে সাতটি গ্রহ দেখা যাওয়ার সম্ভাবনা আছে। এটি এক বিরল দৃশ্য, যা জ্যোতির্বিদদের মতে, প্রায়ই ঘটে না।
বর্তমানে রাতের আকাশে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন—এই ছয়টি গ্রহ দেখা যায়। তবে ২৮ ফেব্রুয়ারির রাতে এই গ্রহগুলোর সঙ্গে যুক্ত হবে বুধ। এর ফলে, একসঙ্গে সাতটি গ্রহ পৃথিবী থেকে দৃশ্যমান হতে পারে।
আমাদের সৌরজগতের গ্রহগুলো সূর্যের চারপাশে ভিন্ন ভিন্ন গতিতে প্রদক্ষিণ করে। এই গতির পার্থক্যের কারণে কখনো কখনো কিছু গ্রহ একই সারিতে এসে সূর্যের ডান দিকে অবস্থান করে। তখন সেগুলো পৃথিবী থেকে দেখা যায়। বিশেষ অবস্থায় সব গ্রহ একই রেখায় চলে আসে, যা খুবই বিরল।
শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি—এই চারটি গ্রহ খালি চোখেই দেখা যাবে। তবে ইউরেনাস ও নেপচুন দেখার জন্য বাইনোকুলার বা টেলিস্কোপ প্রয়োজন। আবহাওয়া পরিষ্কার থাকলে ২৮ ফেব্রুয়ারি এই গ্রহগুলো একসঙ্গে দেখতে পাওয়া যেতে পারে।
যুক্তরাজ্যের জ্যোতির্বিদ জেনিফার মিলার্ড বলেন, ‘এই গ্রহগুলো নিজের চোখে দেখা এক অনন্য অভিজ্ঞতা। যদিও টেলিস্কোপ বা গুগলে গ্রহগুলোর আরও ভালো ছবি পাওয়া যায়, তবু এই গ্রহগুলো দেখে আপনি মহাকাশের বিশালতার অংশ হতে পারবেন।’
এ ধরনের ঘটনা নিয়ে অনেক সময় কিছু ভ্রান্ত ধারণা তৈরি হয়। বিজ্ঞানীরা বলছেন, সাতটি গ্রহ একই রেখায় আসার ফলে পৃথিবীর ওপর কোনো সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
২০১৯ সালে গবেষণায় বলা হয়েছিল, গ্রহগুলোর অবস্থান সৌর কার্যকলাপের ওপর সামান্য প্রভাব ফেলতে পারে। তবে এ বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে।
সৌরবিজ্ঞানী রবার্ট ক্যামেরন বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে সৌরচক্রের সঙ্গে গ্রহগুলোর অবস্থানের সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি।’
২৮ ফেব্রুয়ারি রাতের আকাশে গ্রহগুলোর এই বিরল কুচকাওয়াজ দেখতে প্রস্তুতি নিতে পারেন। পরিষ্কার আকাশে এটি দেখার অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে।
জাগতিক/র