বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিল নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়
বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে নীল দল বিশাল জয় পেয়েছে। আওয়ামীপন্থী হিসেবে পরিচিত এই প্যানেল সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ প্রায় সব পদে বিজয় অর্জন করেছে। এদিকে, বিএনপিপন্থী সবুজ দল এবং নিরপেক্ষ হলুদ দল থেকে কিছু প্রার্থী নির্বাচিত হলেও তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেতে ব্যর্থ হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫টি পদের মধ্যে ৯টিতে নীল দলের প্রার্থীরা জয়লাভ করেছেন।
নীল দলের বিজয়ীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ, সহ-সভাপতি তানভির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ, সহ-সম্পাদক এইউএম মান্না ভূঁইয়া এবং মোহাম্মদ তৌফিকুর রহমান খান। এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন আফসানা চৌধুরী এবং দফতর সম্পাদক সাগর সরকার। দলের সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোস্তাক আহমেদ ও প্রণয় রায় শুভ।
অন্যদিকে সবুজ দল থেকে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন অমিতাভ চক্রবর্তী। হলুদ দল থেকে সাংগঠনিক সম্পাদক রামেন্দু দাস পলাশ, প্রচার সম্পাদক শাহ মো. ইয়াকিমুল আলম, এবং সদস্য পদে শাহরিয়ার রহমান সামস, সাবিকুন নাহার শিরিন এবং আবিদ আলী মোগল জয়লাভ করেছেন।
আলোচনা ও সমালোচনা:
এই নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাংক খাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নীল দলের নিরঙ্কুশ বিজয়কে আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবের প্রমাণ হিসেবে দেখছেন অনেকে। সমালোচকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকে আওয়ামীপন্থীদের শক্তিশালী অবস্থান দেশের আর্থিক খাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
নির্বাচনের পর এক ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মন্তব্য করেন, “কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসা একটি বিশেষ গোষ্ঠী এখনো সক্রিয়। এই পরিস্থিতি দেশের অর্থনৈতিক সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।”
অন্যদিকে নীল দলের সমর্থকরা এই জয়কে কেন্দ্রীয় ব্যাংকের পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন। তাদের দাবি, অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্ব ব্যাংকিং খাতকে আরও সুশৃঙ্খল করতে সহায়তা করবে।
এবারের নির্বাচন কেন্দ্রীয় ব্যাংকের ভেতরের রাজনৈতিক ভারসাম্য এবং এর প্রভাব নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
জাগতিক নিউজ/রাজ
মন্তব্য করুন