ভারত থেকে আসছে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল

বাংলাদেশ সরকার ভারতীয় কোম্পানি নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ২০২৫ সালে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এই আমদানির ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৩৬৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৩৮ কোটি টাকা।
মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এর আগে, ২০২৪ সালের ৭ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে ডিজেল আমদানির বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও নুমালিগড় রিফাইনারির মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এই আমদানি করা হচ্ছে। ২০১৬ সালে স্বাক্ষরিত এ চুক্তির মেয়াদ ১৫ বছর।
এবার প্রতি ব্যারেল ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৫০ ডলার।
এছাড়া, বৈঠকে আরও কয়েকটি আমদানি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার, যার প্রতি টনের দাম ৪৪০ ডলার। একই সঙ্গে, ভিয়েতনাম থেকে সরকারিভাবে (জিটুজি) ১ লাখ টন আতপ চাল আমদানি করা হবে, যার প্রতি টনের দাম ৪৭৪ দশমিক ২৫ ডলার।
এছাড়াও, দেশীয় প্রতিষ্ঠান সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১০ হাজার টন চিনি কেনা হবে ১১৫ টাকা ৪২ পয়সা কেজি দরে এবং শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে ৯৮ টাকা ৪৫ পয়সা কেজি দরে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারীদের কাছে এই চিনি ও ডাল ভর্তুকি দামে বিক্রি করা হবে।
মন্তব্য করুন