logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
হবিগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৩ নারীর
হবিগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২
চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আজ শনিবার ১১ জানুয়ারি মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক অংশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হক। পুলিশ জানায়, আজ সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলায় স্টার সিরামিকের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি লেগুনাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ আরও জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশগুলো হাইওয়ে থানার সামনে রাখা হয়েছে। জাগতিক/ আফরোজা  
হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত
একদিনের ব্যবধান / ভারতীয় খাসিয়ার গুলিতে’ দুই বাংলাদেশির মৃত্যু
বেতন না পাওয়ায় ৬ চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত
বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক
সিলেটে ঝটিকা মিছিলকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে র‍্যাব ও পুলিশ। গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাতে নগরের এয়ারপোর্ট ও মধুশহীদ এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।   আটককৃতরা হলেন, ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান ও তার এক সহযোগী। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব-৯ এক অভিযানে তাদের আটক করে।   এছাড়া মধুশহীদ এলাকায় পুলিশের অভিযানে আটক হন অনিক দেবনাথ নামে এক ছাত্রলীগ কর্মী। তিনি নগরের জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্রনাথের ছেলে।     অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ।   র‍্যাব ও কোতোয়ালি পুলিশ জানায়, সোমবার (১৮ নভেম্বর) সিলেট নগরে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের প্রধান আহ্বায়ক ছিলেন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহসভাপতি রাকিবুল হাসান। তার নেতৃত্বেই দরগাহ গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের হয়।   মিছিলে ‘সিলেটের মাটি, শেখ হাসিনার ঘাঁটি, অবৈধ আইসিটি কোর্ট, জনগণ মানে না, হত্যাকারী খুনী ইউনূসের ফাঁসি চাই’ সংবলিত ব্যানারে স্লোগান তুলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি নগরের চৌহাট্টা পয়েন্টের আগেই ছত্রভঙ্গ হয়।
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর ও তার ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন জানান। মৃতরা হলেন- নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামের দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা দেব (৭০) ও ছেলে নিপেশ চন্দ্র দেব (৪৫)। অনিমার আরেক ছেলে প্রাণেশ চন্দ্র দেব নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর। মা-ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গয়াহরি গ্রামসহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের বরাতে ওসি বলেন, “সকালে অনিমা বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মাকে বাঁচাতে নিপেশ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন মা-ছেলেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।” মৃতদের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে হয়েছে বলে জানান তিনি।