logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
হবিগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৩ নারীর
হবিগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২
চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। আজ শনিবার ১১ জানুয়ারি মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক অংশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হক। পুলিশ জানায়, আজ সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলায় স্টার সিরামিকের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি লেগুনাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ আরও জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশগুলো হাইওয়ে থানার সামনে রাখা হয়েছে। জাগতিক/ আফরোজা  
সুনামগঞ্জে বিএসএফ এর গুলিতে নি*হত ১
হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত
একদিনের ব্যবধান / ভারতীয় খাসিয়ার গুলিতে’ দুই বাংলাদেশির মৃত্যু
 পরিত্যক্ত ঘর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
বেতন না পাওয়ায় ৬ চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত
হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন চা বাগানের প্রায় ৩,৮৫০ শ্রমিক তিন মাসের বেতন বকেয়া থাকায় কাজে ফেরেননি। লোকসান ও ঋণ সংকটের অজুহাতে এনটিসি কর্তৃপক্ষ ১২ সপ্তাহ ধরে শ্রমিকদের বেতন বন্ধ রেখেছে। বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা ছয় সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করছেন। সরকারি হস্তক্ষেপে দুই সপ্তাহের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও শনিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত তা পরিশোধ না করায় শ্রমিকরা কাজে ফেরেননি। বেতন পরিশোধের পরেই কাজ শুরু হবে বলে জানিয়েছে শ্রমিক সংগঠন। এই কর্মবিরতির ফলে চা উৎপাদনের মৌসুমে এনটিসি পরিচালিত বাগানগুলোতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন এবং পরিস্থিতি সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।  জাগতিক /জেএএস
বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রোববার (১ ডিসেম্বর) রাতে উপজেলার নয়াপাথারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নয়াপাথারিয়া গ্রামের আহাদ মিয়ার অনুসারীদের সঙ্গে একই গ্রামের সুরুজ আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রুবেল মিয়া (৩০), মোতালিব মিয়া (৩২) ও নাসির মিয়াকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে তদন্ত চলছে। জাগতিক /জেএএস
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক
সিলেটে ঝটিকা মিছিলকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে র‍্যাব ও পুলিশ। গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাতে নগরের এয়ারপোর্ট ও মধুশহীদ এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।   আটককৃতরা হলেন, ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান ও তার এক সহযোগী। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব-৯ এক অভিযানে তাদের আটক করে।   এছাড়া মধুশহীদ এলাকায় পুলিশের অভিযানে আটক হন অনিক দেবনাথ নামে এক ছাত্রলীগ কর্মী। তিনি নগরের জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্রনাথের ছেলে।     অনিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ।   র‍্যাব ও কোতোয়ালি পুলিশ জানায়, সোমবার (১৮ নভেম্বর) সিলেট নগরে ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের প্রধান আহ্বায়ক ছিলেন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহসভাপতি রাকিবুল হাসান। তার নেতৃত্বেই দরগাহ গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের হয়।   মিছিলে ‘সিলেটের মাটি, শেখ হাসিনার ঘাঁটি, অবৈধ আইসিটি কোর্ট, জনগণ মানে না, হত্যাকারী খুনী ইউনূসের ফাঁসি চাই’ সংবলিত ব্যানারে স্লোগান তুলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি নগরের চৌহাট্টা পয়েন্টের আগেই ছত্রভঙ্গ হয়।
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর ও তার ছেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেন জানান। মৃতরা হলেন- নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামের দুর্গা চরণ দেবের স্ত্রী অনিমা দেব (৭০) ও ছেলে নিপেশ চন্দ্র দেব (৪৫)। অনিমার আরেক ছেলে প্রাণেশ চন্দ্র দেব নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর। মা-ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গয়াহরি গ্রামসহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের বরাতে ওসি বলেন, “সকালে অনিমা বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মাকে বাঁচাতে নিপেশ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন মা-ছেলেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।” মৃতদের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে হয়েছে বলে জানান তিনি।
সিলেটে সাবেক মেয়র-এমপিসহ ৩২১ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে প্রধান আসামি করে নগরীর শাহপরাণ (রহ.) থানায় বিস্ফোরক আইনে আরেকটি মামলা হয়েছে। ওই থানাধীন বুরহান উদ্দিন সাদিপুর-২ এলাকার বাসিন্দা বেলাল মিয়ার ছেলে সওদাগর আহমদ (৩৮) বাদী হয়ে ৩২১ জনের বিরুদ্ধে মামলাটি (০৬-০৯-২০২৪) দায়ের করেন। দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১১৪/ পেনালকোড ১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইনে দায়েরকৃত মামলায় সাবেক দুই মন্ত্রী-এমপিসহ ১২১ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ১০০/২০০ জনকে আসামি করা হয়। আনোরুজ্জামান ছাড়াও এ মামলার এজাহারনামীয় অন্য আসামিরা হলেন- সিলেট-৩ আসনরে সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব (৪৫), সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার (৪৫), আনোরুজ্জামানের এপিএস শহীদুল ইসলাম চৌধুরী (৪০), সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম (৩৫), সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ (৩০),সাজলু লস্কর (৪০), মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু (৪০), এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রাহি (৩০), সাধারণ সম্পাদক  হাবিবুর রহমান হাবিব (২৬), মহানগর যুবলীগের সদস্য সুধীন্দ্র দাস শুদ্র (৩৫), জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সিসিকের ৩৫নং ওয়ার্ড কাউন্সিল জাহাঙ্গীর আলম (৫০)। অন্য আসামিরা হলেন- সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ৩২নং ওয়ার্ড কাউন্সিল রুহেল আহমদ (৩২), সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য  ড. আব্দুল মোমেন, খলিলুর রশিদ (৩৫), মনিন্দ্র রঞ্জন দে (৪৫), আফজল উরফে রামদা আফজল (৪৫), আব্দুল্লাহ আল মামুন (২৮), রাজিত মাহমুদ (২২),আরজু উরফে কালা আরজু (২৮),বাদল(২৭),হিরন (২৬),সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি লোকমান (৩৭), নাবিল আহমদ (২৭), মহানগর যুবলীগের ক্রীড়া সম্পাদক রফিক মিয়া (৪৫), তানভীর ইসলাম শিপন (২৭), হোসাইন আহমদ নোমান (২৭), রাশেদ আহমদ (২৪), জুনেদ আহমদ (২৪), সাজন আহমদ (২৭), নাঈম আহমদ (৩০), ২৪নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ নাহিদ রহমান উরফে ককটেল সাব্বির (৩২), শামীম ইকবাল (৪৫), শাহান মিয়া (৩৫), সালেহ (৩৪), গিলমান (৩০), ফাহিম আহমেদ (২৪), পাভেল আহমদ (২৫), রুবেল (২৩), তোফাজ্জল (২৮), আব্দুল্লাহ আল মামুন (৩২), আবু বকর মিশকাত (২৬), মো. মাহদি নাদিম (২৫), তানজিম ইসলাম (২৮), মানসুর হাসান চৌধুরী (৩৫), মনজুর আহমদ (৩৫)। আরো আসামি করা হয়- সাঈদ আহমদ মানিক (৫৫), অনিক দাস (৩০), আব্দুল ওয়াহিদ খান সাদ্দাম (৪০), শাহেদ আহমদ (৩০), পাপলু মিয়া (২৮), শাহিন আহমদ (৪৫), ফাওয়াজ রহমান (৩৫), অন্তর (২৫), কামরুল ইসলাম (৩২), মান্নান মিয়া (৫৭), আবু খালেদ (২৮), আব্দুল ওয়াহিদ খান সাদ্দাম (৪০), আছাদ আহমদ (২৫), মোকাছির আহমদ (২৭),বাবুল হোসেন (৪০),আলা উদ্দিন আলাই (৫০),বুরহান উদ্দিন রাজন (৩৫),মঞ্জুর খান (৪৫),মনিজ লাল দে (৫০), তোফায়েল আহমদ চৌধুরী স্বপন (৫০), নজরুল (৩০), শাকিল চৌধুরী জুবেল (৩০), খয়ের মাস্টার (৫৫), আশাই মিয়া (৬০), বেলাল আহমদ (৪৫), সুনু মিয়া (৪৫), আব্দুল মুহিত শিরিন (৪১), সাদিকুর রহমান আজলা (৩০), আনছার (৩০), জান্নাতুল নাসরিন উর্মি (৩৫), ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইসমাইল মাহমুদ সুজন (৫০), সাধারণ সম্পাদক মঈন (৪৫), অরবিন্দ চন্দ্র দাস (৩৮), সোহেল আহমদ (৩০), মো. জমশের (৪৫), এহিয়া আহমদ সুমন (২৮), নাজিম উদ্দিন (৩৮), শাহরিয়া (সবুজ) (২৮), আব্দুর রহিম (৩৩), সারওয়ার হোসেন চৌধুরী (৩৮), সুহেল (৩০)। এছাড়াও জুবের আহমদ জুবের (৩০), এম জয়নুল আবেদীন (জুনেল),  জয়নাল আবেদীন (৪০), ছয়েফ, জাহেদ (৩৬),তাহমিদ আহমদ নাদেল (৩৬), উন্মর (৩২), উসমান (২৮), আফসার আহমদ (৫০), এবাদুর রহমান (৩৮), সাইদুল উরফে ছিনতাইকারী সাইদুল (৩০),পারভেজ আহমদ (৩০), শিপু আহমদ (২৮), সাইদ আহমদ মানিক (৫০), তারেক উরফে বটলা তারেক (৩০), আকবর হোসেন অপু (২৬), মো. রাবেল মিয়া (৪৫), মো. সিরাজুল ইসলাম (৫১),সাজন খান (৩৫), মো. জালালুর হক (৪০), জালাল মিয়া (২৯), রুকুন মিয়া (৩০), আব্দুল আহাদ সুমন (৪০), তাজিম আহমদ (২৮), আশরাফ খান মাছুম (৩৫), নিজাম উদ্দিন (৩৮), কুটিন মিয়া (৪৪), সাহা (২৬), হেলাল আহমদ (২৮), জিলাল আহমদ (৫০), মজনু মিয়া (৪০), ফয়জুর রহমান (৩৫), ওমর ফারুক ফরহাদ (৩৭)-সহ ১০০/২০০ জনকে আসামি করা হয়। মামলায় বাদী এজাহারে উল্লেখ করেন, গত ৩ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিতে মিছিলসহকারে বন্দরবাজারের দিকে যাচ্ছিলেন। পথে সিলেট-তামাবিল সড়কের শিবগঞ্জ নাদিরা ফার্নিচারের সামনে অবৈধ আগ্নেয়াস্ত্র, কাটা রাইফেল, পাইপগান, ককটেলসহ মারাত্মক অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব থেকে ওত পেতে থাকা আসামিরা বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে গুলি ছোড় এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় প্রাণ বাঁচাতে মিছিলে থাকা ছাত্র-জনতা আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থ ত্যাগ করে। তিনি আরো উল্লেখ করেন, একপর্যায়ে আসামিরাও ঘটনাস্থল ত্যাগ করলে দুজন লোক বাদীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান ১৫ আগস্ট পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।
জৈন্তাপুরে বাসচাপায় ব্যাংকার নিহত
একদিনের ব্যবধানে সিলেটে আবারও বাসচাপায় সাদিকুর রহমান (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।   গত বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হরিপুর ১০ নম্বর কূপের ফিশারিজের সামনে সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিকুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (পশ্চিম চটি) গ্রামের মরহুম রমজান মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।   তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক কানাইঘাট উপজেলার চতুল বাজার শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।   প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ব্যাংক থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন সাদিকুর। হরিপুর ১০ নম্বর কূপের ফিশারিজের সামনে পৌঁছামাত্র একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহতের বড় ভাই সিলেটের বটেশ্বর বাজারের ব্যবসায়ী ওলিউর রহমান জানান, মোটরসাইকেলে তার ভাই সাদিকুর রহমান ছাড়াও আরেকজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। জাফলংমুখী গেট লক বাসটি পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।  দুর্ঘটনাস্থল থেকে তার ভাইকে ৩০০ গজ দূর টেনে-হিঁচড়ে নিয়ে যায়। বেপরোয়া চালক আরও ৩০০ গজ দূরে নিয়ে বাস রেখে পালিয়ে যায়। তখনও মোটরসাইকেলটির বাম্পার বাসের সঙ্গে আটকে ছিল। এছাড়া মোটরসাইকেলে থাকা অন্য কর্মকর্তা ছিটকে পড়লে গুরুতর অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।   তিনি বলেন, গত শনিবার তাদের সবচেয়ে বড় ভাই আব্দুর রহমানের স্বাভাবিক মৃত্যু হয়। আজ ছোট ভাইকে কেড়ে নিল ঘাতক বাসচালক। এ ঘটনায় মামলা দায়ের করবেন। তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও বাস-মোটরসাইকেল জব্দ করা হয়েছে।   এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বাসচাপায় জুবায়ের আহমদ জুবা (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জুবায়ের আহমদ জুবা উপজেলার নুরপুর গ্রামের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউপি সদস্য প্রয়াত আকরাম আলীর ছেলে। পরে ওইদিন রাত ১১টায় জানাজার পর তার মরদেহ দাফন করেন স্বজনরা।