logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ, বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ
পঞ্চগড়ে তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি
পঞ্চগড়ে টানা ছয় দিন ধরে রাতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। সর্বনিম্ন তাপমাত্রা উঠানামা করছে ৯ থেকে ১০ এর মধ্যে। তবে বুধবার আবারও ৯ এর নিচে নেমেছে তাপমাপার যন্ত্রের পারদ। সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ১ ডিগ্রি। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে শুরু হয় চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। তবে প্রতিদিন সকালেই সূর্যের মুখ দেখা গেছে। বুধবার সকালেও ঝলমলে রোদ ছড়িয়ে পরে চারদিক। মঙ্গলবার দিনের তাপমাত্রা বেড়ে রেকর্ড করা হয় ২৭ দশমিক ৩ ডিগ্রি। প্রতিদিন দুপুরের পর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। দুর্ভোগ বেড়েছে রিকশা-ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষের। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রিতে নেমে শুরু হয় চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। আজকে ৬ষ্ঠ দিনের মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ১ ডিগ্রি। আগামী দুই একদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।   জাগতিক/ এএস
পঞ্চগড়ে নামাজরত নারীকে কুপিয়ে হত্যা
পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে
সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালো আদালত
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা
স্ত্রীকে পিটিয়ে হত্যা,স্বামীর মৃত্যুদণ্ড
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে সোলেমান আলী (৫৪) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।  আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম রেজাউল বারী এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সোলেমান আলী আটোয়ারী উপজেলার দক্ষিণ সুখ্যাতি এলাকার বাসিন্দা। আদালত ও মামলা বিবরণে জানা যায়, প্রায় দুই যুগ আগে সোলেমান আলীর সঙ্গে জোসনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্যে কলহ চলমান ছিলো। বিভিন্ন সময় সালিশ বৈঠকও হয়। ২০১৮ সালের ১৭ মে বাড়িতে কেউ না থাকায় জোসনা বেগমকে হত্যা করে ঘরের মধ্যে মরদেহ রেখে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যান স্বামী সোলেমান আলী। এ ঘটনায় তাকে একমাত্র আসামি করে আটোয়ারী থানায় হত্যা মামলা দায়ের করেন জোসনার ভাই সহিদুল ইসলাম। তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সোলেমান তার স্ত্রী জোসনাকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করে বলে প্রমানিত হওয়ায় এই রায় প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন সোলেমান আলী। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি বলেন, আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দিয়েছেন। এই রায়ে বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন বলে মনে করছি। মামলার আসামিপক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে যাব ন্যায় বিচারের জন্য। আশা করি সেখানে আমার মক্কেল দায়মুক্তি পাবেন।’