logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
কুড়িগ্রামে বিএনপির দু’গুরুপে সংঘর্ষে নেতা নিহত
বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় কুড়িগ্রামের রিকতা
২০২৪ সালে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রকাশিত '১০০ প্রভাবশালী নারী' তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের কুড়িগ্রামের রিকতা আখতার বানু। তিনি পেশায় নার্স। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন তিনি।    বিবিসির প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা রিকতা। তার গ্রামে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয়। রিকতা তার নিজের অটিস্টিক এবং সেরিব্রাল পালসি আক্রান্ত মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে পারেননি বলে নিজের জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।   কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ এই নার্স উপজেলায় ২০০৯ সালে নিজ নামে ‘রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়’ গড়ে তোলেন—যেখানে বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশুনা করছে।   প্রাথমিকভাবে এই স্কুলটি অটিস্টিক এবং শেখার প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য নির্মিত হলেও, বর্তমানে এখানে বুদ্ধিমত্তা ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশুদেরও শিক্ষা প্রদান করা হয়।   রিকতা এমন একটি উদ্যোগের মাধ্যমে প্রতিবন্ধিতা সম্পর্কে সমাজের ধারণা বদলে দিতে ভূমিকা রাখছেন এবং তিনি তার সংগ্রামী যাত্রায় দেশের অন্য নারীদেরও অনুপ্রাণিত করছেন। এই উদ্যোগ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে নয়, বরং প্রতিবন্ধী শিশুদের জন্য সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে।   ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী নারীদের তালিকা যে তালিকা বিবিসি প্রকাশ করেছে তার মধ্যে আরও রয়েছেন—মহাকাশে আটকা পড়া মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, অভিনেত্রী শ্যারন স্টোন, অলিম্পিক অ্যাথলেট রেবেকা আন্দ্রে ও অ্যালিসন ফেলিক্স, সঙ্গীত শিল্পী রায়ে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ, ভিজ্যুয়াল আর্টিস্ট ট্রেসি এমিন, জলবায়ু কর্মী আডেনিকে ওলাডোসু রিভার, লেখক ক্রিস্টিনা রিভার গার্জাসহ আরও অনেকে।    জলবায়ু কর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি, বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি—এই পাঁচটি ক্যাটাগরিতে তালিকাটি তৈরি করা হয়েছে।  
বোতলজাত সয়াবিন তেলের সংকট,চড়া দামে বিক্রি হচ্ছে খোলা তেল
কুড়িগ্রামে ১৪৪ ধারা জারি
হঠাৎ টর্নেডো, জনমনে আতঙ্কের সৃষ্টি
বিএনপি নেতার বিরুদ্ধে তথ্য গোপন রেখে বাংলাদেশর নাগরিকত্ব নেওয়ার অভিযোগ করেছে সেচ্ছাসেবক দলের নেতা
কুড়িগ্রামে সাবেক কাউন্সিলরের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মো. আবু তালেব (৪৬) নামে সাবেক এক কাউন্সিলরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু তালেব নাগেশ্বরী পৌরসভার বানুর খামার পায়রাডাঙা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আবু তালেব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মানসিক চাপে রাতে কোনো এক সময় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। পরে সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।