logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
নাটোরে অটোরিকশা-ভ্যান সংঘর্ষে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত
নাটোরে সিএনজিচালিত অটোরিকশা ও অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন যাত্রী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামের মো. আতাউর রহমান (৪০), মনির হোসেন (২৫) ও মো. মুন্না (২২)। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে অটোচার্জার রিকশায় করে নাটোর আসছিলেন। পেছনে দুজন যাত্রীসহ একটি বউ রিকশাও (ছোট অটোচার্জার) ছিল। তারা সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওসি বলেন, তাতে অন্তত আটজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।   জাগতিক/ আফরোজা      
বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 
রাজশাহী / থার্টিফার্স্ট নাইটে গান-বাজনা করা যাবে না
তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে আনা সংশোধনী অবৈধ: হাইকোর্ট
বাড়ি ফেরার পথে মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা
বগুড়ার শিবগঞ্জে ৪ মাস ধরে বন্ধ টিসিবি কার্যক্রম
বগুড়ার শিবগঞ্জে প্রায় চার মাস ধরে বন্ধ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর উপজেলার ১২টি ইউনিয়নের ডিলাররা বিভিন্ন মামলার আসামি হয়ে এখন পলাতক। এমন অচলাবস্থায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের উপকারভোগীরা। তবে টিসিবি কর্তৃপক্ষ বলছে, দ্রুত কার্যক্রম শুরু হবে।   বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চড়া দ্রব্যমূল্যের বাজারে নিম্ন ও মধ্য আয়ের মানুষ গত চার মাসে একবারও পাননি টিসিবির পণ্য। হতাশ হয়ে প্রতিদিনই তারা ধরনা দিচ্ছেন জনপ্রতিনিধিদের কাছে।   মূলত জুলাই-আগস্ট অভ্যুত্থানে হতাহতের ঘটনায় শিবগঞ্জ উপজেলার ২৭ জন ডিলারের বিরুদ্ধে মামলা হওয়ায় তারা গা ঢাকা দিয়েছেন। এতে উপজেলার ১৬ হাজার ২৩৭ উপকারভোগীর মাঝে স্বল্প দামে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম বন্ধ।   ভোক্তারা জানান, টিসিবির পণ্য মিলছে না গত ৪ মাস ধরে। পাশাপাশি বাজারে নিত্যপণ্যের দাম লাগামছাড়া। এতে খাবার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে।   শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা বেগম বলেন, ডিলাররা না থাকায় পণ্য বিক্রি করা সম্ভব হচ্ছে না। তবে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে।   টিসিবি কর্মকর্তা বলছেন, ডিলাররা বিভিন্ন মামলায় অভিযুক্ত হওয়ায় পণ্য বিক্রির কার্যক্রম বন্ধ আছে। তবে দ্রুত শুরু হবে এই কার্যক্রম।   টিসিবির যুগ্ম পরিচালক সাদ্দাম হোসেইন বলেন, খুব শিগগিরই ডিলার নিয়োগ দিয়ে সাময়িকভাবে উপকারভোগীদের মাঝে পণ্য বিতরণ কার্যক্রম শুরু করা হবে। উল্লেখ্য, বগুড়া জেলায় ৩৪৩ জন টিসিবির ডিলার আছেন।  
কালাইয়ে মাছের মেলাকে ঘিরে উৎসবের আমেজ
জয়পুরহাটের কালাইয়ে বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব নবান্ন উপলক্ষ্যে মাছের মেলাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসব আর আনন্দের আমেজ দেখা গেছে।  জানা গেছে, এই এক দিনের অপেক্ষায় প্রহর গুনেন এ উপজেলার প্রত্যন্ত গ্রামের লোকজন। ক্যালেন্ডার নয়, পঞ্জিকা অনুসারে প্রায় বিশ বছর ধরে চলছে মেলাটি। প্রতি বছরের মতো এবারও নবান্ন উপলক্ষ্যে বসা মেলায় বিভিন্ন এলাকা থেকে মানুষ মাছ কিনতে আসেন। বোয়াল, গ্লাসকার্প, রুই, সিলভার কার্প, কাতলা,  মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে পসরা সাজায় ব্যবসায়ীরা।  রোববার ভোর থেকেই কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে বসা রকমারি দোকানগুলোতে চলে মাছ বেচা-কেনার ধুম।  মেলায় ঢুকেই সারি সারি দোকানগুলোতে চোখে পড়ে মন-জুড়ানো সব মাছের পসরা। দূরদূরান্ত থেকে বিক্রেতারা এসেছেন মাছ বিক্রির জন্য। দোকানগুলোতে থরে থরে সাজানো মাছগুলো প্রায় সবই বড় আকারের। মেলায় ছোট মাছ নেই বললেই চলে। আছে বড় বড় রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও পাঙাশ মাছ। চাষের মাছের পাশাপাশি নদীর বাঘাইড়, গাঙচিতল এবং দু-এক ধরনের সামুদ্রিক মাছও উঠেছে এ মেলায়। সবাই দরদাম করে মাছ কিনছেন। আকারভেদে ৩০০ থেকে ১৮০০ টাকায় প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে। মাছের মেলাটিকে ঘিরে এ দিনে নিকটবর্তী উপজেলাসহ ২০-২৫টি গ্রাম-মহল্লার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এলাকার সব শ্রেণি-পেশার মানুষ এ দিন সাধ ও সাধ্য অনুযায়ী পছন্দের মাছ কিনে বাড়ি ফিরে। এবার মেলায় ওঠা বড় মাছগুলোর ওজন ছিল প্রায় ১০ থেকে ১৩ কেজি। উৎসবমুখর পরিবেশে চলে মাছ বেচা-কেনা। এই মেলা উদযাপন করতে আসেন জামাই-মেয়েসহ আত্মীয়-স্বজনরা। মেলায় মাছ কিনতে আসা পৌরসভার ডা.মনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, সোহেল, শিক্ষক নাফসি তালুকদার, উপজেলার পুনট ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান, বৌরাগীর মোড়ের মকুল হোসেনসহ অনেকের সঙ্গে কথা হয়।  তারা জানান, নবান্ন উৎসবকে কেন্দ্র করে বসা এ মাছের মেলায় প্রচুর আমদানি সত্ত্বেও দাম হাকা হয় অনেকটা বেশি।  শহিদুল ইসলাম এসেছেন তার নাতীকে নিয়ে। তিনি একটি মাছ কিনেছেন ৬ হাজার টাকা দিয়ে। নাতি-নাতনী মেয়ে-জামাইসহ নিকট আত্মীয়দের দাওয়াত করেছেন। সবাইকে নতুন চালের ভাত এবং পছন্দের মাছ খাওয়াবেন বলে জানান তিনি। মাছ ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এবার মাছের দাম অনেক বেশি। মাছের মেলায় প্রচুর লোক সমাগম হলেও বেচা-কেনা সে তুলনায় কম। তারপরও বেশি লাভেরই প্রত্যাশা করছেন তারা।  নবান্ন উৎসব উপলক্ষ্যে মাছের মেলার প্রথম উদ্যেক্তা রহুল আমিন তালুকদার জানান, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে মেলাটি উপভোগ করা হয়। আগামীতে মেলার পরিধি আরও বাড়বে বলে আমি আশাবাদী। কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম জানান, নবান্ন উৎসব উপলক্ষ্যে ১লা অগ্রাহায়ণ কালাই উপজেলা ৫শিরা বাজারে মাছের মেলা আয়োজন করে থাকে। এটা শুধু মাছ বিক্রি নয় আনন্দ উৎসবও বটে। যেখানে কেনা-বেচা ক্রয় করা ছাড়া অনেকে শুধু দেখতে আসেন। এখানে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছসহ চিড়িং বিক্রি করা হয়।  তিনি আরও জানান, কালাই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে মেলাটি সার্বক্ষণিক পরির্দশন করা হচ্ছে। যাতে করে করে মেলার মাছে ফরমালিন ব্যবহার না করতে পারে।  
ফের চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস
  দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঢাকা-সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস। আজ শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৬ টায় শহরের বাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহরের সিরাজগঞ্জ বাজার স্টেশন ও মনসুর আলী স্টেশন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। এরপর থেকে আমরা সিরাজগঞ্জবাসী ব্যানারে ট্রেনটি পুনরায় চালুর দাবিতে আন্দোলনে নামে সিরাজগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষ। দীর্ঘ দিন আন্দোলনের পর পুনরায় ট্রেন চালু উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আন্দোলন করা নেতারা।  প্রথম দিনেই ট্রেনে ঢাকাগামী যাত্রী ছিল চোখে পড়ার মতো। আবারও বাজার স্টেশন থেকে ঢাকা রুটে সরাসরি ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বসিত সিরাজগঞ্জবাসী।  সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ঢাকাগামী যাত্রী আব্দুর মমিন বলেন, ট্রেনটি বন্ধ থাকায় আমাদের ঢাকা যাতায়াতে অনেক সমস্যায় পড়তে হতো। সড়ক পথে যানজটের ভোগান্তির পাশাপাশি ভাড়াও অনেক বেশি দিতে হয়। এক্ষেত্রে ট্রেনে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা যায় ও ভাড়াও অনেক কম। তাই দীর্ঘদিন পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ায় আমরা অনেক খুশি। জামতৈল স্টেশন থেকে ঢাকাগামী আরেক যাত্রী আলমগীর হোসেন জানান, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে করে আমরা ভোরে রওনা হতে পারি। ঢাকায় পৌঁছে সারাদিনে কাজ সেরে আবার রাতেই ট্রেনে করে সিরাজগঞ্জ আসতে পারি। তাই ট্রেনটি আমাদের সকলের জন্যই অনেক আরামদায়ক। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান বাচ্চু জানান, ৪ আগস্ট থেকে রেল কর্তৃপক্ষ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করে দেয়। যেহেতু এটি সিরাজগঞ্জ-ঢাকা রোডের একমাত্র ট্রেন। তাই এটি বন্ধ থাকার ফলে সিরাজগঞ্জবাসী রেলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল। এটি পুনরায় চালু হওয়ায় সিরাজগঞ্জবাসী রেলের সেবা আবারও ফিরে পেল। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু হওয়ায় সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ভোর ৬ টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার বিকেল ৫ টায় কমলাপুর রেল স্টেশন থেকে রাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে।  
নিজ বাড়ির সামনে দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার
বগুড়ার শাজাহানপুর উপজেলায় আবুল কালাম ওরফে কালা (৭০) নামের এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতের কোনো এক সময়ে তাঁকে হত্যার পর লাশটি বাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আবুল কালাম উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার বাসিন্দা ছিলেন। আজ সকালে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম। ওসি ওয়াদুদ আলম বলেন, আবুল কালাম অন্যের জমি চাষাবাদ করতেন। তাঁর পরিবারের একাধিক সদস্য মানসিকভাবে ভারসাম্যহীন। গতকাল দিবাগত রাত তিনটার পর কোনো এক সময় আবুল কালামকে অন্য জায়গায় গলা কেটে হত্যা পর লাশটি বাড়ির পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে আজ সকাল আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
বগুড়া জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বগুড়া জেলা শাখার সহ-সভাপতি তৌহিদ আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তৌহিদ। গ্রেপ্তার তৌহিদ বগুড়া জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি। তার নামে হত্যা, নাশকতা, বিস্ফোরক দ্রব্যসহ ৬ থেকে ৭টি মামলা রয়েছে। শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান এসব তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিহার বাজার এলাকা থেকে তৌহিদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে।