logo
  • শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
শ্রীপুরে প্রেমঘটিত দ্বন্দ্বে তরুণ নিহত
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বাশাগাড়ি এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (রোববার) সকাল পৌনে আটটার দিকে নগরকান্দার বাশাগাড়ি এলাকায় কুষ্টিয়ার দিক থেকে আসা আরিফ মীম পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত আহত হয়। এ সময় বাসে থাকা ৩০ যাত্রী আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখনও নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা জানান, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া বাসের ভেতর অন্য কোনো যাত্রী রয়েছে কিনা সেগুলো তল্লাশি করে উদ্ধার কার্যক্রম শেষ হয়। ঘন কুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী বলেন, সড়ক দুর্ঘটনার কারণে সড়কে যানজট লেগে গেলে নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। দুজনের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জাগতিক/ আফরোজা   
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আগুনে পুড়েছে ৬ ট্রাক
বিএনপির ২০১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা / “মুন্সীগঞ্জে থানা থেকে আসামি ছিনতাই” ওসি প্রত্যাহার
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের আগুন আধঘণ্টা পর নিয়ন্ত্রণে
সকলের সমান সুযোগ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য: গণপূর্ত উপদেষ্টা আদিলুর
চালের দাম কেজিতে বেড়েছে ১১ টাকা
ঈশ্বরদীর জয়নগর চালের মোকামে গত এক মাসে কেজি প্রতি চালের দাম ১০ থেকে ১১ টাকা বেড়েছে। বাসমতি চালের ৪০ কেজির বস্তা এখন বিক্রি হচ্ছে ২১০০ টাকায়, অর্থাৎ প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ৭৮ থেকে ৮০ টাকা। মিনিকেট চালের ৪০ কেজির বস্তার দাম হয়েছে ১৯০০ টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৪ টাকায়। আমনের ভরা মৌসুমেও চালের এমন মূল্যবৃদ্ধি জনসাধারণের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাবনার ঈশ্বরদী উপজেলা ধান-চাল মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক জুলমত হায়দার জানান, সাম্প্রতিক সময়ে চালের দামে এই বৃদ্ধি জনসাধারণের ওপর বিরূপ প্রভাব ফেলছে। মিল মালিকদের অভিযোগ: ঈশ্বরদীতে ১৪টি অটো রাইচমিলের মধ্যে মাত্র তিনটি মালিকদের নিজস্ব পরিচালনায় রয়েছে। বাকি মিলগুলো ছোট ব্যবসায়ীরা যৌথভাবে ভাড়া নিয়ে চাল তৈরি করেন। পাবনা জেলা অটো রাইচমিল মালিক সমিতির সভাপতি দুলাল সরদার জানান, ধানের দাম মন প্রতি গড়ে ২০০ টাকা বেড়েছে, যা মিল পরিচালনায় কঠিন পরিস্থিতি তৈরি করেছে। সরকার নির্ধারিত ৪৭ টাকা কেজি দরে চাল সরবরাহ করার বাধ্যবাধকতা থাকায় অনেক মিল মালিকই লোকসানের মুখে পড়ছেন। অন্যদিকে ভারত থেকে চাল আমদানিতেও জটিলতা তৈরি হওয়ায় বাজারে এর বিরূপ প্রভাব পড়েছে। বড় কোম্পানির মজুদ ও নিয়ন্ত্রণ: নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, বড় কোম্পানিগুলো, যেমন স্কয়ার, প্রাণ গ্রুপ এবং নাসির গ্রুপ বৈশাখ মাসে বিপুল পরিমাণ ধান কিনে মজুদ করেছে। পরে সুবিধাজনক সময়ে তারা চাল তৈরি করে প্যাকেটজাত করে বাজারে ছাড়ে এবং নিজেরাই দামের নিয়ন্ত্রণ রাখে। এছাড়া যারা চাল আমদানি করে তাদের জন্য এলসি (লেটার অব ক্রেডিট) পাওয়াও চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এলসি ব্যবস্থাপনায়ও বড় কোম্পানিগুলোর প্রভাব রয়েছে বলে জানা যায়। জনসাধারণের দুর্ভোগ: চালের ব্যবসা বড় কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে চলে যাওয়ায় দীর্ঘদিনের ব্যবসায়ীরা এখন অনেকটাই কোণঠাসা। এর ফলে বাজারে চালের দাম বাড়ছে, যা সাধারণ মানুষকে আরও বেশি অর্থ ব্যয় করতে বাধ্য করছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য সাংসারিক ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। চালের দাম কমিয়ে বাজার স্থিতিশীল করতে সরকার এবং সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। না হলে জনসাধারণের এই ভোগান্তি আরও দীর্ঘায়িত হবে। জাগতিক/আফরোজা    
মুন্সিগঞ্জে বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ৩
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ১ জন। গুরুতর আহত ১ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার ১০ জানুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওয়াদুদ বেপারী (৩৫), বাবুল (৩০) ও আহমদুল্লাহ গাজী। সকলের বাড়ি গুয়াগাছিয়া গ্রামে। এখনও নিখোঁজ রয়েছে নাঈম নামের একজন। গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলামিন জানান, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সাথে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে তাদের মৃত্যু হয়। তবে কতজন আহত হয়েছে তা এখনও জানতে পারিনি। শুনেছি স্পিডবোটে ১০-১২ জন ছিল। এ ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, নিহত ৩ জনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। নিহত ওয়াদুদের বিরুদ্ধে গজারিয়া থানায় ১০ টি মামলা রয়েছে। সে চিহ্নিত জলদস্যু অবৈধ বালু উত্তোলনকারী পিয়াসের ভাই। গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, হাসপাতালে ৪ জনকে আনা হয়েছিল। তাদের মধ্যে ৩ জনকে নিহত অবস্থায় আনা হয়। বাকি একজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। জাগদিত/ আফরোজা
থানা থেকে আসামি ছিনিয়ে নিল বিএনপি’র নেতা-কর্মীরা
মুন্সিগঞ্জের শ্রীনগরে থানা থেকে এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তারের পর থানা থেকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল ১১ জানুয়ারি শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে থানার ভিতরের হাজতখানার লকআপ থেকে আসামিকে ছিনিয়ে নেয়া হয়। এসময় থানার ভিতরে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল ও অফিসার ইনচার্জ। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় বিএনপি’র যেসব নেতা কর্মীরা ছিলেন আলাদা আলোচনা করে তাদের বোঝাতে সক্ষম হয়েছিলাম। তিনি বলেন, তবে বাহিরে যারা ছিলেন তারা আমাদের পুলিশ সদস্যদের সাথে জোরপূর্বক ভিতরে প্রবেশ করে আসামিকে লকআপ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আমাদের কাছে সিসিটিভির ফুটেজ রয়েছে। তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। সেই সঙ্গে ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারের অভিযান শুরু করেছি। জাগতিক/ আফরোজা    
বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫
গোপালগঞ্জের মুকসুদপুরে নববর্ষের শুভেচ্ছা পোস্টার ও ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। ইটের আঘাতে উভয়পক্ষের সমর্থকদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ১০ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উভয় গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। মুকসুদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত হাবিব মোল্লাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত মিজানুর রহমান, নাজমুল, হাফিজুর রহমান, ওসমান শেখ, মশিউর, আসলাম, আমানত, আরমান হোসাইন হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মুকসুদপুর কাঠপট্টি এলাকার একটি চায়ের দোকানে কেন্দ্রীয় বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ড. জয়নুল আবেদীন মেজবাহর নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার টাঙাতে যান সমর্থক জিম মোল্যা। সেখানে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিমের নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার সরিয়ে জীম মেজবাহর ক্যালেন্ডার টাঙাতে চাইলে সেলিমুজ্জামান সেলিমের সমর্থকরা বাধা দেয়। জীমের বাড়ির সামনে সন্ধ্যার দিকে সেলিমুজ্জামানের ব্যানার টাঙাতে গেলে জীম বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সেলিমুজ্জামানের সমর্থকরা জীমের বাবা হাবিব মোল্লাকে বেধড়ক মারপিট করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান জীম ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। থেমে থেমে  সংঘর্ষ চলতে থাকে। আতঙ্কে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ভাঙচুর করা হয় তিনটি ডায়াগনস্টিক সেন্টারসহ দশটি ব্যবসা প্রতিষ্ঠান। রাত ৯টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সেলিমুজ্জামান সেলিমের সমর্থক  মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু বলেন, খিপু মিয়ার নির্দেশে মেজবাহর সমর্থকরা সঙ্ঘবদ্ধ হয়ে সেলিমুজ্জামান সেলিমের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। আমরা বাধা দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে বিএনপি করতে চাই। জয়নুল আবেদীন মেজবাহর সমর্থক ও মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহসিন খিপু মিয়ার ছেলে ইমন মিয়া দাবি করেছেন, জীম মুকসুদপুর কলেজ ছাত্রদলের সাবেক নেতা। তিনি উপজেলা সদরে মেজবাহর বেশ কিছু ব্যানার টানান। সেখানে জীমের ছবি রয়েছে। শুক্রবার সন্ধ্যায় এসব ব্যানার সেলিমুজ্জামান সেলিমের সমর্থকরা নামিয়ে ফেলেন। এগুলোর ছবি তুলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে বলি। জীম থানায়  রওনা দেন। এ সময় সেলিমুজ্জামান সেলিমের সমর্থকরা জীমের বাবা হাবিবুর রহমানকে মারপিট করে। তারপর তাদের ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুর করে। এ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার সাথে আমার বাবা কোনোভাবেই জড়িত নয়। সেলিমের লোকজন মুকসুদপুরের শান্তি নষ্ট করতে চায়। মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। উভয় গ্রুপের নেতার নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার ও ব্যানার টাঙানো নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। মুকসুদপুর থানা পুলিশ আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। জাগতিক/ আফরোজা  
বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড, একই পরিবারের চারজন নিহত
ঢাকার সাভারে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভবনদত্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন (৫০), তার স্ত্রী মহসিনা সিদ্দিকী (৩৮), ছেলে ফুয়াদ সিদ্দিকী (১৪) এবং মহসিনার বড় বোন সীমা আক্তার (৪০)। জানা যায়, অসুস্থ ছেলেকে চিকিৎসার জন্য টাঙ্গাইল থেকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন ফারুক হোসেন ও তার পরিবার। সাভারে পৌঁছালে তাদের অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। পেছন থেকে দুটি বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়, যা দ্রুত বাসগুলোতেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং অ্যাম্বুলেন্স থেকে চারটি দগ্ধ লাশ উদ্ধার করে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের দেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় সাভার হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভবনদত্ত গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জাগতিক/রিয়াজ
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫
ফরিদপুর সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে ছিটকে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।  আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার গেরদা রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সকলেই মাইক্রোবাসের যাত্রী। সংঘর্ষের পর মাইক্রোবাসটি যাত্রীসহ পুকুরে পড়ে যায়। ওই মাইক্রোবাসে চালকসহ মোট ৯ জন ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ করছে ফরিদপুর ফায়ার সার্ভিস ও পুলিশ। এতে ফরিদপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সালমান হোসেন। জানা যায়, গেরদা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিলেছে। ওই পথে অবৈধ রেলক্রসিং রয়েছে। অনুমোদিত রেলক্রসিং না হওয়ায় ওই স্থানে রেলবিভাগের কোনো তত্ত্বাবধান নেই। দুপুরে মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অপরদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল। জাগতিক/ আফরোজা    
2Error!: SQLSTATE[23000]: Integrity constraint violation: 1062 Duplicate entry '0' for key 'news_id'