logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
জাহাজে ৭ খুন: / চাঁদপুরের পুত্র শোকে মারা গেলেন বাবা
সাবেক এমপি মায়ার বাড়িতে আগুন দেয়ার ঘটনায় গ্রেফতার ৬
  চাঁদপুরে মতলব উত্তরে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দেয়ার ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই দিন রাতে শিপন মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে  স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমানসহ ৪১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৮০ জনকে আসামি করে মামলা করেন। এর আগে গত শনিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার মোহনপুর গ্রামে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।   মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ৬ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।   এ দিকে, মায়া চৌধুরীর বাড়িতে লুটপাট ও আগুন দেয়ার মামলায় আসামি করায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা স্থানীয় সাবেক সংসদ সদস্য মায়া চৌধুরীর বাড়িতে কে বা কারা রাতের আঁধারে এমন ঘটনা ঘটিয়েছে। তার প্রথম প্রতিবাদ আমিই করি। অথচ আমাকেই আসামি করা হয়েছে। আমি মিজান প্রতিহিংসার রাজনীতি করি না। আর তার সমর্থনও করি না।   গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।  
সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাড়িতে আগুন