পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডা, চাচার চুরিকাঘাতে ভাতিজা ‘খুন

চট্টগ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা ‘খুন হয়েছে’ বলে পুলিশ জানিয়েছে।
পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানিয়েছেন নিহত ২২ বছর বয়সী মো. রাসেল পটিয়ার জামাল মিয়ার ছেলে।
হত্যাকাণ্ডের পর থেকে রাসেলের চাচা মো. জালাল ‘পলাতক’ আছেন বলেও জানিয়েছেন তিনি। হাটহাজারীতে তার একটি চায়ের দোকান আছে, এ জন্য তিনি নিয়মিত পটিয়ায় নিজের বাড়িতে থাকতেন না।
ওসি নূর আলম বলেন, “রাতে পাওনা টাকা নিয়ে চাচা ভাতিজার মধ্যে কথাকাটাকাটি হয়েছে। তার জেরে চাচা ভাতিজাকে গলায় ছুরি দিয়ে আঘাত করে। এতে তার মৃত্যু হয়।”
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, “জালাল তার বাড়িতে আসার পর পাওনা টাকা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে জালাল ছুরি এনে রাসেলের গলার ডান-বামে আঘাত করে।”
এরপর পরিবারের সদস্যরা রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই পরিদর্শক।
মন্তব্য করুন