রাঙ্গামাটিতে ২ ভারতীয় নাগরিক আটক

ছবি: সংগৃহীত
রাঙ্গামাটির বরকল উপজেলায় ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ছোটহরিনা লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সুরেশ চাকমা (৩৯) ও অরং খান চাকমা (৩০)।
বিজিবি জানায়, স্পিডবোটযোগে ৬ যাত্রী রাঙ্গামাটি আসার পথে বরকলে বিজিবির চেকপোস্টে নিয়মিত চেকআপের সময়ে তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় আটকদের জিজ্ঞাসাবাদ করে বিজিবি। একপর্যায়ে তারা ভারতীয় নাগরিক বলে জানায়। পরে ভারতীয় নাগরিককে আটক করা হয়।
রাঙ্গামাটি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান জানিয়েছেন, সন্ধ্যায় বরকল বিজিবি চেকপোস্টে রুটিন অভিযানের সময় স্পিডবোটে ছয়জন যাত্রীকে জিজ্ঞাসাবাদকালে দুজনকে পাওয়া যায়, যারা ভারতের ত্রিপুরা রাজ্যের লুংলে ও দেমাগ্রীর বাসিন্দা। তারা বাংলাদেশের ঠেগামুখ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের কাছে ভারতের পাসপোর্ট না থাকলেও ‘আদারকার্ড’ ছিল। এসময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৯ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।
আটকদের বরকল পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
মন্তব্য করুন