রুমার দুর্গম পাহাড়ে কেএনএফের আস্তানায় অভিযান, বিপুল অস্ত্র জব্দ

বান্দরবানের রুমার গহীন পাহাড়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি আস্তানা ধ্বংস করেছে সেনাবাহিনী। এ সময় আস্তানা থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার মুনলাই পাড়ার একটি গহীন পাহাড়ে অভিযান চালিয়ে ওই আস্তানা ধ্বংস করা হয়।
এক বার্তায় আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, মুনলাইপাড়ার একটি গহীন পাহাড়ে কেএনএফ সন্ত্রাসীরা অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর রুমা জোনের বেশ কয়েকটি টহল দল সেখানে যায়। এরপর ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। অতর্কিত সেনা অভিযানে দিশেহারা হয়ে কেএনএফ সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে আস্তানা ত্যাগ করে পালিয়ে যান।
এ সময় তল্লাশি করে ১টি এসএমজি (ম্যাগাজিনসহ), দুটি গাঁদা বন্দুক (১৫৯ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজ ভর্তি বেল্ট), একটি বাইনোকুলার, দুটি ওয়াকিটকি সেট, ৩ জোড়া কেএনএ ইউনিফর্ম, এক জোড়া বুট, একটি হ্যান্ডকাফ, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আই ই ডি) তৈরিতে ব্যবহৃত স্প্লিন্টার ও পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।
উল্লেখ্য, কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র কার্যকলাপ চালাচ্ছিল এবং এই অভিযান তাদের অবৈধ কার্যকলাপে বড় আঘাত হেনেছে। সেনাবাহিনীর এই পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন