logo
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সিন্ডিকেট থেকে রেহাই পায়নি মালয়েশিয়ার শ্রমবাজারও: বায়রা

জাগতিক প্রতিবেদক:

  ১৩ নভেম্বর ২০২৪, ১২:৩২

বিগত সরকারের আমলে সিন্ডিকেটের কবল থেকে মালয়েশিয়ার শ্রমবাজারও বাদ যায়নি বলে দাবি করছেন বায়রার সহ সাধারণ সম্পাদক ফখরুল আলম।

আজ বুধবার (১৩ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে ‘মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট; উদ্ভূত সংকট ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল আলম বলেন, বিগত সরকারের আমলে বাজার থেকে চিকিৎসাসহ সব খাতে হয়েছে সিন্ডিকেট। এ থেকে মালয়েশিয়ার শ্রমবাজারও বাদ যায়নি।

এদিকে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পঠাতে আর যাতে কোনো সিন্ডিকেট না হয় এ বিষয়ে দুই দেশের সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু।

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট নিয়ে আলোচনা সভায় বক্তারা আরও বলেন, শ্রমবাজারে সিন্ডিকেটের কারণে একজন শ্রমিককে বিদেশ পাঠাতে ৭৯ হাজার টাকার জায়গায় সাড়ে ৪ লাখ টাকা লাগছে। যা কয়েকগুণ বেশি। দেশটিতে কর্মী পাঠাতে অনিয়মের পেছনে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নেয় উল্লেখ করে বক্তারা বলেন, তবে বাংলাদেশ ছাড়া অন্যান্য কোনো দেশ থেকে কর্মী নেয়ার ক্ষেত্রে সিন্ডিকেট নেই। দেশটিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে মানবপাচারের প্রমাণ রয়েছে। এতে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছেন কর্মীরা।

বক্তারা জানান, নির্ধারিত অভিবাসন ব্যয়ের চেয়ে ছয় থেকে সাতগুণ টাকা খরচ করেও কাজ পাচ্ছেন না অনেকে। সিন্ডিকেট প্রক্রিয়ায় প্রতি কর্মী থেকে দেড় লাখ টাকার মতো চাঁদা নিয়ে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো বড় অংকের টাকা বিদেশে পাচার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12