ক্যাডেট কলেজে ভর্তি: অনলাইন আবেদন চলছে, যা যা লাগবে
দেশের ১২টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন গ্রহণ চলছে।গত ৫ নভেম্বর এ আবেদন গ্রহণ শুরু হয়, চলবে ১৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।
আবেদন করা শিক্ষার্থীদের আগামী ৪ জানুয়ারি ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। তাদের মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষাতেও বসতে হবে।
সব পরীক্ষা উত্তীর্ণ হওয়া সাপেক্ষে সামগ্রিক মেধাতালিকা অনুযায়ী চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।
বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজের মধ্যে ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য আছে তিনটি। গত ৬ নভেম্বর এ কলেজগুলোতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়।
আবেদন:
www.cadetcollege.army.mil.bd ও https://cadetcollegeadmission.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।
প্রার্থী এবং অভিভাবকদের সুবিধার্থে অনলাইনে আবেদন ফরম পূরণের জন্য দেশের প্রতিটি ক্যাডেট কলেজে একটি করে এবং ঢাকা আর্মি স্টেডিয়ামে একটি ‘ই-বুথ আউটলেট’ থাকবে।
‘ই-বুথ আউটলেটে’উপস্থিত হয়ে যেকোনো পরীক্ষা কেন্দ্রের জন্য যেকোনো প্রার্থীর অনলাইন আবেদন করা যাবে। প্রতিটি আউটলেটে আবেদন ফি জমা দেওয়ার ব্যবস্থা থাকবে।
শুক্র ও শনিবার ছাড়া সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আউটলেটগুলো খোলা থাকবে।
ভর্তির যোগ্যতা:
প্রার্থীকে ষষ্ঠ শ্রেণি বা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশি নাগরিক হতে হবে। ২০২৫ সালের ১ জানুয়ারি সর্বোচ্চ বয়স হবে ১৩ বছর ৬ মাস। বালক ও বালিকাদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে। প্রার্থীর চশমার পাওয়ার কোন চোখেই-টুডির বেশি হবে না।
অযোগ্যতা:
আগে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিলে ওই প্রার্থী অযোগ্য বিবেচিত হবে। লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে প্রার্থী ভর্তি হতে পারবে না।
এছাড়া প্রার্থী গ্রস নক নি, ফ্লাট ফুট, কালার ব্লাইন্ড বা অতিরিক্ত ওজনধারী হলে অযোগ্য বিবেচিত হবেন।
হাঁপানি, মৃগি, হৃদরোগ, বাত, বাতজ্বর, যক্ষা, পুরাতন আমাশয়, হেপাটাইটিস, ডিওডেনাল আলসার, রাতকানা, ডায়াবেটিস, হেমোফাইলিয়া, ক্লেপটোম্যানিয়া, ‘বিছানায় প্রসাব করার’ মত রোগে আক্রান্ত হলেও সে অযোগ্য বিবেচিত হবে।
স্বাস্থ্য পরীক্ষা পর্ষদ অন্য কোনো কারণ চিহ্নিত করলেও ওই প্রার্থী অযোগ্য বিবেচিত হবে।
কাগজপত্র:
লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের কিছু কাগজপত্র জমা দিতে হবে। সেগুলো মধ্যে আছে, প্রাথমিক শিক্ষা সমাপনী বা ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সত্যায়িত সনদ।
ষষ্ঠ বা সমমান পরীক্ষায় উত্তীর্ণের সাল ও রোল নম্বর উল্লেখ করে প্রত্যয়ন ত্র, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ না হলে প্রার্থীর নাম ও রোল নম্বর উল্লেখ করে ‘সে পরীক্ষায় অবর্তীন হয়েছে ও কতৃকার্য হবে’ এই মর্মে প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র ও অনলাইন আবেদনপত্রে আপলোড করা ছবির মত এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।
ইংরেজি মাধ্যমে অধ্যয়নরত হলে পঞ্চম বা সমমান শ্রেণিতে উত্তীর্ণের প্রধান শিক্ষকের দেওয়া প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন বা জন্ম সনদপত্রের সত্যায়িত ফটোকপি, যথযাথ কর্তৃপক্ষের দেওয়া প্রার্থীর বাবা ও মায়ের মাসিক আয়ের প্রত্যয়নপত্র, প্রার্থীর বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্র, টিআইআইএন সার্টিফিকেট ও পাসপোর্ট থাকলে তার সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
অনলাইন আবেদন পূরণের পর কাগজপত্র চাওয়া হবে। ১৮ ডিসেম্বরের পর থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।
১৫ ইঞ্চি দৈর্ঘ্য ও ১০ ইঞ্চি প্রস্থের খামের ওপর প্রবেশপত্রে প্রার্থীর ইনডেক্স নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ করে ২৫ ডিসেম্বরের মধ্যে প্রার্থীর প্রবেশপত্রে উল্লেখ করা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ক্যাডেট কলেজের ঠিকানায় রেজিস্টার্ড ডাক যোগে, কুরিয়ার বা গ্রাহকের মাধ্যমে পৌঁছাতে হবে।
পরীক্ষা:
আগামী ৪ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে মোট ৩০০ নম্বরের। এর মধ্যে ইংরেজিতে ১০০, গণিতে ১০০, বাংলায় ৬০ এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর থাকবে।
প্রার্থীরা পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে পারবেন। তবে কেন্দ্রের আসন নির্ধারিত। তাই আগে আবেদন করা প্রার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্র নির্বাচন করতে পারবেন। তবে আবেদন ফরম পূরণের পর কেন্দ্র পরিবর্তন যোগ্য নয়।
লিখিত পরীক্ষার সিলেবাস দেখা যাবে এই লিংকে। (https://ccis.rankhope.com/uploads/13/notice/admission_syllabus_2025_1729332313.pdf)
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ওই সময় প্রার্থীর মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার সূচি www.cadetcollege.army.mil.bd ওয়েবসাইটে ও ক্যাডেট কলেজগুলোতে প্রকাশিত হবে।
ক্যাডেট কলেজের ভর্তি বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিংকে। (https://ccis.army.mil.bd/uploads/13/notice/circular_intake_final_2025_1730861802.pdf)#
মন্তব্য করুন