নিউ মার্কেট থানায় হামলা
আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৫ পুলিশ আহত
রাজধানীর নিউ মার্কেট থানায় ছাত্রদল নেতা মিথুনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে হামলার ঘটনা ঘটেছে। এতে নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফসহ পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে, যখন মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি থানায় প্রবেশ করছিল। মিথুনের সমর্থকেরা থানা প্রাঙ্গণে জড়ো হয়ে পুলিশের গাড়ি থামানোর চেষ্টা করে। পুলিশ সদস্যদের সরে যেতে বললেও তারা লাঠি, রড ও চাপাতি নিয়ে হামলা চালায়।
পুলিশের প্রতিরোধের মুখে হামলাকারীদের অনেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নিউ মার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন আতিক জানান, “মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। হামলায় যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এর আগে ছাত্রদল নেতা মিথুনকে এলিফ্যান্ট রোডের ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত।
মিথুনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। কার নির্দেশে এই হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
মন্তব্য করুন