logo
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে ঘুষ নেওয়ার সময় কর্মকর্তা আটক

অনলাইন ডেস্ক

  ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:৫১
ছবি: ফাইল ফোটো

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদ ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শহরের জেলখানা সংলগ্ন বাজারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

দুদক জানিয়েছে, ফারুক আহমেদ এক গ্রাহকের পাসপোর্ট সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। প্রথম কিস্তিতে ২০ হাজার টাকা নেওয়ার সময় দুদকের বিশেষ টিম তাকে হাতেনাতে ধরে ফেলে।

ঠাকুরগাঁও দুদকের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক জানান, নতুন কমিশনের এটি প্রথম অভিযান। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি গোপন টিম অভিযান চালায়। ঘুষ নেওয়ার সময় ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে।

দুদক আরও জানিয়েছে, ঘুষ লেনদেনে ফারুক আহমেদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়