logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সুনামগঞ্জে বিএসএফ এর গুলিতে নি*হত ১

জাতীয় ডেস্ক

  ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:২৮

ঘটনায় নিহতের পরিবার শোকের মাতম চলছে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মোহাম্মদ সাইদুল ইসলাম (২৫) একজন বাংলাদেশি যুবক। তিনি উপজেলার ধনপুর ইউনিয়নের গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গামাইতলা খাসপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, বিএসএফ এর গুলি বুকের ডান পাঁজরে গুলিবিদ্ধ অবস্থায় সাইদুলকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বিএসএফ এর গুলিতে নিহতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত সাইদুর নোম্যান্স ল্যান্ডে ছিল। এসময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করলে গুলিবিদ্ধ হয়ে গামাইতলা স্কুলের সামনে আসে।

পরে তার আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাগতিক/ আ-রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
তিনদিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার বৈঠকে বাংলাদেশি যুবক আল আমিন হত্যার প্রতিবাদ
নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক
পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
12