বাড়ি ফেরার পথে মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা

নাটোরের লালপুরে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সাইফুল ইসলাম (৫৫) নামে এক মুদি দোকানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার সময় উপজেলার বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির গেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সাইফুল ইসলাম লালপুর উপজেলার ৯ নং এবি ইউনিয়নের ওই বামনগ্রাম গ্রামের ইমারত আলী মুন্সীর ছেলে ও পেশায় একজন মুদি দোকানদার ছিলেন।
লালপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, আজ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বামনগ্রাম বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির গেটের সামনে পৌঁছুলে অজ্ঞাতনামা কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়।
তিনি বলেন, এ সময় স্থানীয় লোকজনসহ স্বজনরা টের পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ শনিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও বলেন, কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। কারো সঙ্গে পূর্ববিরোধ ছিল কিনা তাও পরিবার থেকে নিশ্চিত করে বলতে পারছেন না। বিষয়টি উদঘাটন করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করাসহ গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
জাগতিক/ আফরোজা
মন্তব্য করুন