logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ময়মনসিংহে মেয়ের হাতে বাবা খুন, আটক ৩

জাগতিক প্রতিবেদক:

  ০৭ নভেম্বর ২০২৪, ১৪:৪৭


ভালুকায় একটি গরুর জন্য মেয়ে শরিফার হাতে বাবা শফিকুল ইসলাম খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়ে শরিফা, তার স্বামী সোহেল ও ছেলে রুদ্রকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পৌরসভার কাঁঠালি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বাসা থেকে মেয়ে শরিফা, তার স্বামী সোহেল ও ছেলে রুদ্র জোর করে একটি গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের বাধা দেন শফিকুল ইসলাম।

এতে ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলামকে মারধর করে তারা। তখন আশপাশের লোকজন শফিকুলকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যান শফিকুল।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শরিফুল ইসলামের মেয়ে শরিফা, তার স্বামী সোহেল ও ছেলে রুদ্রকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12