কক্সবাজারে সাগরে নৌকা উল্টে জেলের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ ধরার সময় নৌকা উল্টে হেলাল উদ্দিন (২৭) নামে এক জেলে নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার ভোর ৬টার দিকে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হেলাল উদ্দিন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
শনিবার সকালে নৌকার মালিক এনাম উল্লাহর মালিকানাধীন একটি টানা জালের নৌকা নিয়ে হেলাল উদ্দিনসহ দুই জেলে সাগরে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে বড় ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে হেলাল উদ্দিন নিখোঁজ হন।
স্থানীয় জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারেনি। পরদিন সকালে তার মরদেহ ভেসে ওঠে।
টেকনাফ শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজাহারুল ইসলাম নিশ্চিত করেছেন যে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
জাগতিক /জেএএস
মন্তব্য করুন