logo
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
ড. ইউনূসের পদত্যাগ চেয়ে লিফলেট বিতরণ / রাজশাহীর পুঠিয়ায় আ.লীগ নেত্রীকে না পেয়ে স্বামীকে গ্রেফতার
নিউ মার্কেট থানায় হামলা / আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৫ পুলিশ আহত
রাজধানীর নিউ মার্কেট থানায় ছাত্রদল নেতা মিথুনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে হামলার ঘটনা ঘটেছে। এতে নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফসহ পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।   ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে, যখন মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি থানায় প্রবেশ করছিল। মিথুনের সমর্থকেরা থানা প্রাঙ্গণে জড়ো হয়ে পুলিশের গাড়ি থামানোর চেষ্টা করে। পুলিশ সদস্যদের সরে যেতে বললেও তারা লাঠি, রড ও চাপাতি নিয়ে হামলা চালায়।   পুলিশের প্রতিরোধের মুখে হামলাকারীদের অনেকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।   নিউ মার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন আতিক জানান, “মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। হামলায় যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”   এর আগে ছাত্রদল নেতা মিথুনকে এলিফ্যান্ট রোডের ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত।   মিথুনকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। কার নির্দেশে এই হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।  
রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ৫০ ভরি সোনা ও টাকা ছিনতাই
ক্ষেতেই পচে যাচ্ছে মিষ্টি কুমড়া: বিপাকে ভোলাহাটের কৃষকরা
দিনাজপুরের ঘোড়াঘাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
অন্তর্বর্তী সরকার ‘কিংস পার্টি’ গঠন করছে: মেজর হাফিজ
কনকনে শীতের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
বেশ কয়েকদিনের হালকা শীতের ভাব কেটে আবারও কনকনে ঠান্ডা পড়তে যাচ্ছে সারা দেশে। আজ শনিবার (১৮ জানুয়ারি) থকে আগামী ৩ দিন তাপমাত্রা কমার পাশাপাশি ঘন কুয়াশাও পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।   এতে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।   সকাল  ৯টায় পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবার কোথাও কোথাও ঘন কুয়াশাও পড়ার আশঙ্কা রয়েছে।   তিন দিনের তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আজ রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র সামান্য হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।   রোববার (১৯ জানুয়ারি) সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।   সোমবার (২০ জানুয়ারি) সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।   বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের প্রথমদিকে রাত ও দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। জাগতিক / আফরোজা  
হাজারীবাগে ইডেন ছাত্রীর মরদেহ উদ্ধার
রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে পুষ্পিতা বিশ্বাস (২১) নামে ইডেন কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টায় তার মরদেহ উদ্ধার করা হয়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সমকালকে বলেন, হোস্টেলের এক রুমের সিলিং ফ্যান থেকে পুষ্পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ জানায়, পুষ্পিতা ঢাকার ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। হাজারীবাগের রোডের মহিলা হোস্টেলে থাকতেন তিনি। সেখানে একটি রুমে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। পরে অন্য ছাত্রীরা তাকে ঝুলন্ত দেখতে পেয়ে হোস্টেল কর্মচারীদের খবর দেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি জামালপুর সদরের   জাগকিত / আফরোজা    
শ্রীপুরে প্রেমঘটিত দ্বন্দ্বে তরুণ নিহত
গাজীপুরের শ্রীপুরে প্রেমসংক্রান্ত দ্বন্দ্বের জেরে মো. সৈকত (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, একই মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে দুই তরুণের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৈকত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাওরাখালি গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। তিনি শ্রীপুরের ভাংনাহাটি এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কোয়ালিটি ইনচার্জ হিসেবে কাজ করতেন। নিহতের চাচা শাহাদাত হোসেন জানান, সৈকত প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৮টার দিকে কারখানা থেকে বের হন। রাত সাড়ে ৯টার দিকে তার রুমমেট ফোন করে জানায়, সৈকত ফোন রিসিভ করছে না। পরে পরিবারের সদস্যরা তাকে বারবার ফোন করেও কোনো সাড়া পাননি। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পান। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, একই মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে দুই তরুণের মধ্যে বিরোধ ছিল। সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে সৈকত নিহত হন। আমরা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা করছি। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত ও সংশ্লিষ্ট মেয়ের নাম প্রকাশ করা হয়নি বলে জানান ওসি।  
ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসে ঘুষ নেওয়ার সময় কর্মকর্তা আটক
ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদ ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শহরের জেলখানা সংলগ্ন বাজারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।   দুদক জানিয়েছে, ফারুক আহমেদ এক গ্রাহকের পাসপোর্ট সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। প্রথম কিস্তিতে ২০ হাজার টাকা নেওয়ার সময় দুদকের বিশেষ টিম তাকে হাতেনাতে ধরে ফেলে।   ঠাকুরগাঁও দুদকের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক জানান, নতুন কমিশনের এটি প্রথম অভিযান। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি গোপন টিম অভিযান চালায়। ঘুষ নেওয়ার সময় ফারুক আহমেদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে।   দুদক আরও জানিয়েছে, ঘুষ লেনদেনে ফারুক আহমেদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।  
মিথ্যা মামলায় হয়রানি, স্বাধীনতা ক্ষুণ্ন গাছা থানায়
গাজীপুর মহানগরের গাছা থানার মাদক মামলায় ভুক্তভোগী যুবক শাহরিয়ার ফারুক গৌতম বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। একাধিক মাদক মামলায় অভিযুক্ত হলেও পরিবারের দাবি, এসব মামলা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ইতোমধ্যে আদালত বেশ কয়েকটি মামলায় তাকে অব্যাহতি দিলেও নতুন করে আরও মামলা দায়ের করা হচ্ছে। ভুক্তভোগী শাহরিয়ার ফারুক গৌতম গাজীপুর সিটির ৩২নং ওয়ার্ডের বসুরা এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নজরুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সর্বশেষ মামলা দায়ের করা হয় চলতি বছরের ২৫ মে। গাছা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সাখাওয়াত হোসেন ওই মামলায় শাহরিয়ারকে দ্বিতীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেন। মামলার প্রধান আসামি হিসেবে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের সালমা আক্তারকে গ্রেফতার দেখানো হয়। মামলার ১নং আসামি সালমা আক্তার জামিনে এসে জানিয়েছেন, তিনি শাহরিয়ার ফারুক গৌতমকে চেনেন না এবং তার নাম কখনও উল্লেখ করেননি। সালমা বলেন, “আমার কাছ থেকে কিছু উদ্ধার করা হয়নি। তবুও ৫০ পিস ইয়াবা দেখিয়ে আমাকে কারাগারে পাঠানো হয়েছিল। শাহরিয়ারের নাম কীভাবে মামলায় যুক্ত হলো, তা আমি জানি না। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলিম আল রাজি জিবন বলেছেন, “কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা আইনত অপরাধ। এটি মৌলিক মানবাধিকার লঙ্ঘন এবং একজন স্বাধীন নাগরিকের অধিকার ক্ষুণ্ন করে। এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সর্বশেষ মামলার বাদী এসআই সাখাওয়াত হোসেন বলেন, “২৫ মে গাছা থানার বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে সালমাকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সালমার দেওয়া তথ্যমতে শাহরিয়ার ফারুক গৌতমের নাম আসে। তাছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। শাহরিয়ার ফারুক গৌতমের পরিবার দাবি করছে, তিনি বারবার মিথ্যা মামলায় জড়িত হচ্ছেন, যা তাদের জন্য অত্যন্ত বিব্রতকর ও ক্ষতিকর। একাধিকবার সংবাদ সম্মেলন করেও মিথ্যা মামলা বন্ধ হয়নি। তারা স্বাধীন দেশের নাগরিক হিসেবে ন্যায্য বিচার ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন। স্থানীয়রা মনে করছেন, কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হলে সমাজে আইনশৃঙ্খলার প্রতি মানুষের আস্থা হ্রাস পেতে পারে। অন্যদিকে, প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে। এখন দেখার বিষয়, প্রশাসন কীভাবে এই বিষয়টি সমাধান করে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পায় কিনা। জাগতিক /এসআই  
মোবাইল ইন্টারনেটে সুখবর, চালু হচ্ছে ‘ক্যারি ফরওয়ার্ড’ সুবিধা
মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নতুন সুখবর নিয়ে এলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন থেকে মোবাইল ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হলেও অব্যবহৃত ডেটা ফেলে যেতে হবে না। ‘ক্যারি ফরওয়ার্ড’ সুবিধার মাধ্যমে সেই ডেটা পরবর্তী প্যাকেজে ব্যবহার করা যাবে। গতকাল রোববার বিটিআরসির এক নির্দেশনায় জানানো হয়েছে, মোবাইল অপারেটররা গ্রাহকদের জন্য আরও নমনীয় ও বহুমুখী ডেটা প্যাকেজ আনতে পারবে। আগে প্যাকেজের সংখ্যা ৪০টি ও মেয়াদ নির্দিষ্ট থাকলেও এবার সেই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী মোবাইল অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে: ১. নিয়মিত প্যাকেজ: যা সব গ্রাহকের জন্য উন্মুক্ত। ২. বিশেষ প্যাকেজ: নির্দিষ্ট গ্রাহকদের ব্যবহারের ধরন অনুযায়ী তৈরি। ৩. পরীক্ষামূলক প্যাকেজ: বাজার যাচাইয়ের জন্য বিশেষভাবে তৈরি প্যাকেজ। এছাড়া গ্রাহকদের চাহিদা অনুযায়ী ঘণ্টাভিত্তিক ও ১ থেকে ৩ দিনের মেয়াদী প্যাকেজ চালু করার সুযোগও দেওয়া হয়েছে। ঘণ্টাভিত্তিক ও সীমিত মেয়াদের প্যাকেজের সর্বোচ্চ সীমা: • প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২০০ এমবি। • এক দিনে ৩ জিবি। • দুই দিনে ৫ জিবি। • তিন দিনে ৮ জিবি। গ্রাহক যেন নিজের পছন্দমতো প্যাকেজ বেছে নিতে পারে, সেজন্য ‘ফ্লেক্সিবল প্ল্যান’ এবং মেয়াদহীন (আনলিমিটেড) প্যাকেজের সুবিধাও থাকছে। তবে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘণ্টাভিত্তিক প্যাকেজ বিক্রি করা যাবে না। বিটিআরসি আরও জানিয়েছে, কোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে গ্রাহককে এসএমএসের মাধ্যমে তা জানাতে হবে। এই নতুন নির্দেশনা মোবাইল ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের আরও সুবিধাজনক অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে। জাগতিক/ আফরোজা 
সহকর্মীকে বাঁচাতে গিয়ে ধর্ষণের শিকার পোশাকশ্রমিক, গ্রেপ্তার ৩
গাজীপুরের শ্রীপুরে সহকর্মীকে বাঁচাতে গিয়ে এক নারী পোশাকশ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বখাটেরা তাকে ৪০ ঘণ্টা আটকে রেখে এই নৃশংস ঘটনা ঘটায়। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়েরের পর পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী নারী জানান, তার সহকর্মী নাজমুল হক গত বুধবার বিকেলে তাকে ফোন করে জানান যে তিনি বিপদে পড়েছেন। সহকর্মীর কথা শুনে তিনি দ্রুত ফখরুদ্দিন কারখানা গেট এলাকায় গিয়ে পৌঁছান। সেখানে উপস্থিত সাগর নামে একজন তার পরিচয় জিজ্ঞেস করে তাকে স্থানীয় নজরুল উকিলের বাসায় নিয়ে যায়। বাসায় গিয়ে তিনি দেখেন, তার সহকর্মী নাজমুলকে কয়েকজন মারধর করছে। তিনি তাদের বাধা দিলে তারা তাকে আলাদা ঘরে নিয়ে যায় এবং হত্যার হুমকি দেয়। এরপর সাগর ও আশরাফুল মিলে তাকে ধর্ষণ করে। পরে আরও তিনজন তাকে একইভাবে নির্যাতন করে। ধর্ষণের পর তাকে দুই দিন ধরে ওই ঘরে আটকে রাখা হয় এবং মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা দাবি করা হয়। শুক্রবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তার সহকর্মী নাজমুল জানান, বেতন তুলে বাসায় ফেরার সময় কয়েকজন তাকে একটি বাড়িতে নিয়ে যায় এবং মারধর করে দুই লাখ টাকা দাবি করে। সঙ্গে থাকা ১৪,৫০০ টাকা তারা কেড়ে নেয় এবং আরও টাকা আনতে বাধ্য করে। মামলার এজাহারে সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন সাগর, আশরাফুল ইসলাম এবং মনিরুল ইসলাম নিরব। বাকি চারজনের মধ্যে তিনজনের পরিচয় অজ্ঞাত। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, “মামলার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।” ভুক্তভোগী ও তার পরিবার দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। স্থানীয়রা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
2Error!: SQLSTATE[23000]: Integrity constraint violation: 1062 Duplicate entry '0' for key 'news_id'